ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

চুনারুঘাটে তিন মাসে ৪ খুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
mzamin

চুনারুঘাটে ’২৪ সালের প্রথম দিবস শুরু হয় খুন দিয়ে। রানীগাঁও ইউনিয়নের একটি ধানী জমি থেকে হারুন মিয়া (৪০) নামে এক মানবাধিকার কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করা হয় সেদিন। গত ৮৭ দিনে ৪টি খুন, ডাকাতি, সংঘর্ষ-মারামারিসহ শিশু ও পশু হত্যার মতো জঘন্য ঘটনা ঘটেছে চুনারুঘাটে। চারদিকে আশঙ্কাজনক হারে বেড়েছে মাদক ব্যবসা। ১৪ই জানুয়ারি উবাহাটা ইউনিয়ন চেয়ারম্যান এজাজ ঠাকারসহ তার ৩ ভাই’র ঘরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাত বাড়িশুদ্ধ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বিপুল পরিমাণ স্বর্ণ, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ৫ই ফেব্রুয়ারি চুনারুঘাট সদর ইউনিয়নের নরপতি গ্রামের শিশু ইমন মিয়া (১২)কে পিটিয়ে আহত করে একদল সন্ত্রাসী। ২২শে ফেব্রুয়ারি আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল গ্রামে বিষু মাল (৩৫) খুন হন মাদক ব্যবসার আধিপত্য নিয়ে। এ গ্রামে প্রায় ৮০ শতাংশ বাসিন্দার নামে মাদক মামলা রয়েছে। ২৪শে ফেব্রুয়ারি চুনারুঘাট পৌরসভার উত্তর বাজারে মাসুদ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিজানুর রহমানের বাসায় চুরি সংঘটিত হয়।

বিজ্ঞাপন
৭ই ফেব্রুয়ারি চুনারুঘাট সদর ইউনিয়নের বালিয়ারী গ্রামের টমটম চালক আতাউর রহমান (৪০)কে খুন করে তার টমটম ছিনিয়ে  নেয় একদল দুর্বৃত্ত। ৮ই মার্চ আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামে হতদরিদ্র শিশু নুরুল ইসলাম (১২) ও তোফাজ্জল (৮)কে গাছের সঙ্গে বেঁধে মারপিট করে গ্রাম্য মাতব্বর। এ ঘটনায় মামলা হয়েছিল কিন্তু মামলাটি প্রভাবশালীরা ধামাচাপা দিয়েছে বলে শোনা যাচ্ছে। ২রা মার্চ গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামে এক সংঘর্ষে সাবেক মেম্বার আজাদ মিয়াসহ ৬ জন আহত হন। ২৩শে মার্চ  সদর ইউনিয়নের রামশ্রী গ্রামে আসামি ধরতে গেলে গ্রামবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশসহ আহত হন ১২ জন গ্রামবাসী। সর্বশেষ গত পরশু মঙ্গলবার সদর ইউনিয়নের রামশ্রী গ্রামে ৬ সন্তানের জননী আয়মনা খাতুন (৩৮)কে গলা টিপে খুন করে স্বামী আকসির মিয়া। একই দিন রানীগাঁও ইউনিয়নের রানীগাঁও বাজারে একটি দগ্ধবতী ছাগলকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে এক কলা ব্যবসায়ী। মরা ছাগলের দুধ পানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আইনশৃঙ্খলা বিষয় নিয়ে সর্বত্র মাতামাতি চলছে। এদিকে বিগত সময়ের চেয়ে মাদক ব্যবসা সর্বকালের রেকর্ড টপকে গেছে। গত তিন মাসে কেবল পুলিশের হাতে আটক হয়েছে ৬ মণ গাঁজা। সাব- ইন্সপেক্টর লিটন রায় বলেন, চুনারুঘাটে আইনশৃঙ্খলা ভালো। পুলিশ আইনশৃঙ্খলা ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status