ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

১৫ মামলায় সিলেট ছাত্রদল নেতা দিনার ও ফজলে রাব্বী কারাগারে

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সরকার বিরোধী গেল আন্দোলনে সিলেটের রাজপথে যাদেরকে সক্রিয় ভূমিকায় দেখা গেছে তাদের মধ্যে অন্যতম ছিলেন দুই ছাত্রনেতা। তাদের একজন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও অপরজন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান। বিরোধী রাজনীতিতে তারা দু’জনই সিলেটে সর্বোচ্চ মামলার আসামি। দলীয় সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে এজহারভুক্ত অন্ত্যত ১৫টি করে মামলা রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায়। আর অজ্ঞাতনামা হিসেবে আরও কয়েকটি মামলায় শোন এরেস্ট দেখানো হয়েছে। সব মিলিয়ে মামলার সংখ্যা একেক জনের বিরুদ্ধে ২০টির মতো বলে জানা গেছে। গেল ১৮ই মার্চ ছাত্রদল নেতা আহসানের সবক’টি (১৯টি) মামলায় জামিন মঞ্জুর হলে তাকে রিসিভ করতে দলীয় নেতাকর্মীরা যান সিলেট কেন্দ্রীয় কারাগারে। কিন্তু পরে তারা জানতে পারেন পুরনো একটি মামলার জটিলতায় তার মুক্তি হচ্ছে না। এ সময় প্রায় দেড় শতাধিক ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদস্বরূপ জেল গেটে বসে ইফতার মাহফিলের আয়োজন করেন। গেল আন্দোলনে সিলেটে যেসব নেতাকর্মী কারান্তরীণ ছিলেন তাদের প্রায় সকলেই এখন মুক্ত।

বিজ্ঞাপন
কিন্তু এই দুই ছাত্রনেতার মুক্তি এখনো হয়নি। দু’জন যেভাবে রাজপথে একই সঙ্গে পিকেটিং করছিলেন এখন একই সঙ্গে জেল খাটছেন। সিনিয়র নেতাদের মধ্যে সর্বশেষ গেল সপ্তাহে জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল মুক্তি লাভ করেন। এদিকে দীর্ঘদিন থেকে ছাত্রদল নেতা আহসানের মুক্তি না হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন রয়েছেন। তার মা হার্টের রোগী হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গেল ২৯শে নভেম্বর নগরের কুমারপাড়া এলাকা থেকে আহসানসহ ৪ জনকে গ্রেপ্তার করেছিল কোতোয়ালি মডেল থানা পুলিশ। এদিকে জেলা ছাত্রদল সেক্রেটারি দেলোয়ার হোসেন দিনার পুলিশের গ্রেপ্তার এড়িয়ে চললেও নির্বাচন শেষে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছিলেন। জামিন শেষ হলে গেল ১৪ই মার্চ সিলেটের আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। কিন্তু এখন দিনারকে জেলে গিয়ে দেখতে পারছেন না বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তারা অভিযোগ করে বলেছেন, জেলে গিয়ে দিনারকে দেখতে নাম লেখালে তাকে সেই খবর পৌঁছে দেয়া হচ্ছে না। এ ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক ও মামলা পরিচালনাকারী এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন জানিয়েছেন- কারাগারে আটক থাকা এ দু’নেতা ১৫ থেকে ১৬টি মামলার আসামি। আমরা তাদের জামিনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করি খুব দ্রুত তারা জামিন পাবেন। তিনি বলেন- এ দু’জন ছাড়াও কারাগারে থাকা অপর আসামিদের জামিনের জন্য  চেষ্টা করা হচ্ছে। সবাই যাতে ঈদের আগে মুক্ত পায় সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status