ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ

এনায়েতপুরে বিতর্কিত কাণ্ডে ডিএসবি বিপ্লব বদলি

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
mzamin

সিরাজগঞ্জের এনায়েতপুরে ভয় দেখিয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে গুড়, মাছ, মাংস, বাজার-সদাই, তাঁতীদের হতে শাড়ি-লুঙ্গি, অর্থ আদায়সহ নানা কাণ্ডে বিতর্কিত থানার ডিএসবি বিপ্লব হোসেন বদলি হয়েছে। পার্শ¦বর্তী বেলকুচি থানায় বদলির খবরে তার অত্যাচারের কবল হতে মুক্তি পেয়ে ব্যবসায়ীরা আনন্দে মিষ্টি বিতরণ করেছেন। এজন্য তারা পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রায় ৩ বছর আগে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় যোগদান করেন পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সদস্য বিপ্লব। এরপর থেকেই সাধারণ মানুষকে নানা ভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে অনেক কিছু হাতিয়ে নিতো। তাদেরকে বিপ্লব বলতো থানার কোনো দারোগা ওসিকে জানালে আরও বড় বিপদে পড়তে হবে। এসব অনিয়ম-দুর্নীতির মাত্রা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বেলকুচি সার্কেল এএসপি’র মাধ্যমে পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেন। গুড় ব্যবসায়ী মিলন অভিযোগে জানান, তার কাছ থেকে ডিএসবি বিপ্লব মাঝে-মাঝে চাঁদা দাবি করে হুমকি দিতো। পরে আমার কাছ থেকে ২ কেজির ২ হাড়ি ৪০ কেজি গুড় নিয়ে গেছে। অপর ব্যবসায়ী নাঈম সরকার অভিযোগ করেন, তার নিকট ভয়ভীতি দেখিয়ে ৩ হাজার টাকা, সৈয়দপুর বাজারের মাছ ব্যবসায়ী আলম হোসেনের কাছ থেকে ২ হাজার টাকার মাছ নিয়েছে ডিএসবি বিপ্লব।

বিজ্ঞাপন
তারা জানান, এলাকার সকল হাট-বাজার, তাঁতীসহ সাধারণ ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা, কাপড় ও বাজার সদাই নেয়াই ছিল তার কাজ। এর আগে গোপিনাথপুরের এক কাপড় ব্যবসায়ীকে আটকের নাটক সাজিয়ে ভয় দেখিয়ে ৮ হাজার টাকা আদায় করেছেন। এসব ঘটনায় কিছুদিন আগে ভুক্তভোগী ব্যবসায়ীরা পুলিশ সুপার বরাবর অভিযোগ দিলে গত ৪ দিন আগে তাকে বেলকুচি থানায় বদলি করা হয়। এ ব্যাপারে বিপ্লব হোসেন জানান, আমি অনিয়মের সঙ্গে জড়িত নই। আমাকে স্বাভাবিকভাবে বদলি করা হয়েছে।

 

পাঠকের মতামত

অনেক ভালো খবর

Md.Solaiman Hossain
২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১১:৩৮ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status