ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

ঈদের ছুটি ২ দিন বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ২৭ মার্চ ২০২৪, বুধবার, ১:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:২৪ অপরাহ্ন

mzamin

ঈদযাত্রায় দুর্ভোগ, হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে ঈদের ছুটি দুদিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বুধবার  ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণের কথা তুলে ধরে বলা হয়, এবারের ঈদে ঢাকা থেকে এক কোটি, গাজীপুর থেকে ৪০ লাখ, নারায়ণগঞ্জ থেকে ১২ লাখসহ ঢাকা ও আশপাশের জেলা থেকে এক কোটি ৬০ লাখ মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে। এসব যাত্রীর ঈদের আগের চারদিনে বাস-মিনিবাসে ৩০ লাখ, ট্রেনে ৪ লাখ, প্রাইভেটকার, জিপ ও মাইক্রোবাসে ৩৫ লাখ, মোটরসাইকেলে ১২ লাখ, লঞ্চে ৬০ লাখ, উড়োজাহাজে প্রায় এক লাখ যাত্রীর যাতায়াত হতে পারে। গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে এবং খোলা ট্রাক ও পণ্যবাহী পরিবহনে ১৮ লাখ যাত্রীর যাতায়াত হতে পারে। এছাড়াও আন্তঃজেলায় যাতায়াত করবে প্রায় ৪ থেকে ৫ কোটি যাত্রী। 

মোজাম্মেল হক চৌধুরী বলেন, গণপরিবহনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা না গেলে এবারের ঈদযাত্রায় নারকীয় পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা এবার রোজা ৩০টি সম্পন্ন হলে ১১ই এপ্রিল ঈদ হতে পারে। ঈদের আগে ১০ই এপ্রিল মাত্র একদিন সরকারি ছুটি রয়েছে। ঈদের পরে ১০ই এপ্রিল থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত ৫ দিনের লম্বা ছুটি রয়েছে। ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ হওয়ায় এবারের ঈদযাত্রায় মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও পহেলা বৈশাখ উদযাপনে লম্বা ছুটির সুবাদে গ্রামের বাড়ি যাবে। তাই যাত্রী সংখ্যা বাড়বে। আগামী ৯ ও ১০ই এপ্রিল প্রতিদিন ৬০ থেকে ৭০ লাখ হারে মানুষ রাজধানী ছাড়বে।

বিজ্ঞাপন
অথচ আমাদের গণপরিবহনগুলোতে ২২ থেকে ২৫ লাখের মতো মানুষ পাড়ি দেয়ার সক্ষমতা আছে। এমন পরিস্থিতিতে ঈদের আগে ছুটি না বাড়ালে দেশের সব পথে যাতায়াত পরিস্থিতি কোমায় চলে যেতে পারে। তাই ৮ এবং ৯ই এপ্রিল দুই দিন ঈদের ছুটি বাড়ানো হলে ৫ই এপ্রিল থেকে সবাই স্বাচ্ছন্দ্যে, ধাপে ধাপে বাড়ি যাওয়ার সুযোগ পাবে। গণপরিবহন সংকট ও যাত্রী ভোগান্তি থেকেও মুক্তি মিলবে। এই কারণে ৮ ও ৯ই এপ্রিল দুদিন ঈদের ছুটি বাড়ানোর দাবি করছি।
 

পাঠকের মতামত

সহ মত পোষণ করছি । এই দুই দিন ছুটি বাড়িয়ে জনগণ কে দুর্ভোগের হাত থেকে রক্ষা করুন ।

zakiul Islam
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

একদম ঠিক।

নাম প্রকাশে অনিচ্ছুক
২৭ মার্চ ২০২৪, বুধবার, ৩:২১ অপরাহ্ন

100% agree with him.

‍Abdus Salik
২৭ মার্চ ২০২৪, বুধবার, ৩:১২ অপরাহ্ন

এই দেশের সাধারণ মানুষ জানে কিভাবে ভাবতে হয়। কিভাবে সমস্যাকে চিহ্নিত করতে হয়। সরকারে গিয়ে হম্বিতম্বি করতে জানে না তাই সরকারে গর্দভরা বসে থাকে।

মজলুম বনি আদম
২৭ মার্চ ২০২৪, বুধবার, ৩:০৪ অপরাহ্ন

৮ ও ৯ই এপ্রিল দুদিন ঈদের ছুটি বাড়ানো হোক

অনিচ্ছুক
২৭ মার্চ ২০২৪, বুধবার, ২:৫৪ অপরাহ্ন

আর কত সমিতি পরিষদ এ দেশের মানুষেকে দেখতে হবে?আপনারা ঈদের ছুটি নিয়ে চিন্তা করেন। অথচ ঈদে বাড়ী যেতে অতিরিক্ত ভাড়ার কারনে মানুষের পকেট খালী । দেখার কেউ নাই।

মোঃ এন্তাজ উদ্দিন
২৭ মার্চ ২০২৪, বুধবার, ২:৪১ অপরাহ্ন

ঈদের ছুটি দুই দিন বাড়ানোর দাবী যৌক্তিক বিধায় তা বাড়ানোর জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।

এস এম খান
২৭ মার্চ ২০২৪, বুধবার, ২:১০ অপরাহ্ন

wright

ANWAR HOSSAIN
২৭ মার্চ ২০২৪, বুধবার, ১:৫০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status