ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সারা দেশে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

বাংলারজমিন ডেস্ক
২৭ মার্চ ২০২৪, বুধবার
mzamin

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে: ময়মনসিংহে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের পর নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টায় শহরের পৌর স্মৃতি সৌধ পার্কে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রেরণা একাত্তর চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ বিভাগের পক্ষে জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান, সদর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক আহমেদ, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি শফিকুল ইসলাম অপু ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু,  ঝিনাইদহ জেলা বিএনপি’র কয়েক হাজার নেতাকর্মী বিশাল এক র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভাপতি এডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মাহফুজুর রহমান ইপিয়ারের নেতৃতে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন ঝিনাইদহ প্রেস ক্লাবের পক্ষে সভাপতি এম রায়হানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও  স্বচ্ছাসেবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 
 

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে পৌরশহরের থানার মোড়ে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনসহ সরকারি বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
 

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, দীপ্ত বাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।  
 

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। কর্মসূচিসমূহের মধ্যে মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে মুজিব চত্বর এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসন, বিভিন্ন সামজিক সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ। 
 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উপজেলা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি। গতকাল (২৬শে মার্চ) দিনের শুরুতে দলটির ফয়লা রোডের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু করে দলটি। এরপর কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ দলীয় নেতাকর্মী সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে কালীগঞ্জ উপজেলা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ফুলবাড়ীয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সূর্যোদায়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। উপজেলা বঙ্গবন্ধু স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মালেক সরকার, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। 
 

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে: নানা আয়োজনের  মধ্যদিয়ে মানিকগঞ্জে উদ্‌যাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে সকাল থেকেই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রশাসনিক, মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ।
সকালে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহিউদ্দিনের নেতৃত্বে জেলা শহরের স্থাপিত স্মৃতিস্তম্ভে  ফুলেল শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
সকালে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার সার্বিক দিকনির্দেশনায় বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া  জেলার হরিরামপুর উপজেলাসহ  প্রত্যেকটা উপজেলায় বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দিবসটি পালন করেছে।
মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে। দিনব্যাপী প্রায় এক হাজার রোগীকে এই চিকিৎসাসেবা দেয়া হয়েছে বলে জানান, হাসপাতালটির উপ-পরিচালক ডাক্তার এস এম মনিরুজ্জামান। 
 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: সারা দেশের ন্যায়  বকশীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন করা হয়েছে। সকাল ৭টায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সম্মুখে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদারের নেতৃত্বে নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন। সকাল ৮টায় নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও আকাশে বেলুন উড়ানো হয়েছে। এসময় কুচকাওয়াজে সালাম নিয়েছেন জামালপুর- ১ আসনের এমপি নূর মোহাম্মদ, বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত, থানা অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান প্রমুখ। 
 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ণাঢ্যভাবে উদ্‌যাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন ইসলাম এবং সহকারী কমিশনার ভূমি রাসেল ইকবালের নেতৃৃত্বে প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান, স্থানীয় স্কুল-কলেজে প্রধান ও পুলিশের সদস্যরা অংশ নেন।
 

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাকৃতিক আবহাওয়া প্রতিকূলের মধ্যদিয়ে  বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ২৬শে মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ ও প্রশাসন, আটোয়ারী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা কমান্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি, জাসদ, বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজ, মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, বিএম কলেজ, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ, প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 
 

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: মনোহরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রেস ক্লাবের আহ্বায়ক ও সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির মানিকের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, আব্দুল বাকি মিলন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব নুরুন্নবী চৌধুরী সেলিম, দপ্তর ও প্রচার-প্রকাশনা সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, দৈনিক কুমিল্লার কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মো. আলমগীর হোসেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম শিমুল, দুর্নীতির সন্ধানে পত্রিকার প্রতিনিধি আবুল কালাম, জয়টিভি’র প্রতিনিধি সৌরভ হোসেন প্রমুখ।
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুমারশাইল গ্রামের ২শ’ দুস্থ, অসহায় ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার ও রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার)। গতকাল বিকালে কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন বিজিবি-৫২ ব্যাটলিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান। 
 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়। এরপর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করে দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ-আনসার ভিডিপি, সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ শেষে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।  
 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়। কালেক্টরেট চত্বরে গতকাল ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে শুরু হয় এর কর্মসূচি। এরপর সকাল ৬টা ১০ মিনিটে শহদি স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন কর্মকর্তাগণ। পরে কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম রকিবের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।  
 

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার স্লোগানে নোয়াখালীতে সুলভমূল্যে গরুর মাংস মুরগির ডিম ও দুধ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসন ও নোয়াখালী পৌরসভার যৌথ উদ্যোগে গতকাল সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। 
 

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও বর্ণিল আয়োজনে ফেঞ্চুগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। ২৬শে মার্চ ভোর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, উপজেলা মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন পুরস্কার বিতরণ, উপজেলা প্রশাসন একাদশ বনাম সুধী একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে দেশের উন্নয়ন শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
 

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে দিনভর জেলা প্রশাসনের বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ পালিত হয়। ২৬শে মার্চ প্রত্যুষে ডিসি স্কয়ারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম ও নাজনিন নাহার লাইজু। পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারের পক্ষে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 
 

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: গতকাল বরুড়ায় যথাযথ মর্যাদায়  ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বরুড়ায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পতাকাবিধি অনুসরণপূর্বক সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ভোর ০৫:৫৬ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয় এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশ পুলিশ আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসির সমন্বয়ে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন,  ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 
 

গাইবান্ধা প্রতিনিধি: ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্বাধীনতা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু হয়। এরপর সদর আসনের সংসদ সদস্য শাহ্‌ সারোয়ার কবীর পৗর পার্কে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পৃথক পৃথকভাবে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল প্রমুখ পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, গাইবান্ধা প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 
 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: নানা আয়োজনের  মধ্যদিয়ে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিনের প্রথম প্রহরে এতে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে গোয়াইনঘাট উপজেলা পরিষদ, গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, গোয়াইনঘাট প্রেস ক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ গোয়াইনঘাট শাখা, গোয়াইনঘাট থানা পুলিশ, গোয়াইনঘাট অফিসার্স ক্লাব, প্রাইমারি স্কুল শিক্ষক সমিতি, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ, বিয়াম ল্যাবরেটরি স্কুল, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন  এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনার, বধ্যভূমি ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে বিভিন্ন কুজকাওয়াজ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ সময়ে বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ডিসপ্লে প্রদর্শন করা হয়। দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারদেরর সংবর্ধনা প্রদান করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ স্মৃতি স্তম্ভ, গণকবর, বধ্যভূমি ও বঙ্গবন্ধুর ম্যুরালে এবং বাংলাদেশ  চেতনা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, নড়াইল পৌরসভা, জেলা আইনজীবী সমিতি, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বিভিন্ন দপ্তরসহ সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত, গণকবর জিয়ারত করা হয়।
 

নড়াইল প্রতিনিধি: নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। গতকাল সকালে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। 
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে কুড়িঘাট স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, হোসেনপুর থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, হোসেনপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। 
 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভোর ৫টা ৫৬ মিনিটে ৩১ বার তোপধ্বনি, সকাল ৬টায় নাঙ্গলকোট উপজেলা স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী‌তে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরের শহীদদের জন্য শহীদ মিনা‌রে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। দিনব্যাপী নানা কর্মসূচি পালন ক‌রে উপ‌জেলা প্রশাসন। সকাল ৮টায় ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনা‌রে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালনের কার্যক্রম শুরু করা হয়। একে একে উপ‌জেলা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ধনবাড়ী উপজেলার বি‌ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠা‌নের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা ও বিভিন্ন সংস্থা ও দপ্তর, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 
 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিলেন দিনাজপুরের খানসামা উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তারা। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের বরণ করেন উপজেলায় কর্মরত কর্মকর্তারা। এর পূর্বে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্যারেডে অংশগ্রহণ করেন।
 

হাকিমপুর (দিনাজপুর)  প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বিএসএফও শুভেচ্ছা জানিয়েছে বিজিবিকে,    গতকাল সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে এই মিষ্টি উপহার দেয়া হয়। বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান ভারতের হিলি বিএসএফ’র ক্যাম্প কমান্ডার জাসবির শিংয়ের হাতে উপহারের মিষ্টি তুলে দেন। পরে তারা দুবাহিনীর পক্ষে একে অপরের সহিত কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফ’র নারী ও পুরুষ সদস্যগণ উপস্থিত ছিলেন।
 

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও। দিবসটি উপলক্ষে গতকাল সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে পালিত হয়েছে। গতকাল দিবসটি পালনে উপজেলা প্রশাসন, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, এনজিও-ননএনজিও পৃথক পৃথকভাবে নানা কমসূচি গ্রহণ করে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল ‘৭১’র রণাঙ্গনের বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ ও সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় রামেশ্বর মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা এবং পুরস্কার বিতরণ করা হয়। বাদ জোহর সকল মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে: মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে গতকাল খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৮টায় খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। পরে একইস্থানে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। 
২৬শে মার্চ সিনেমা হলসমূহে ও উন্মুক্তস্থানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন/প্রামাণ্য চলচ্চিত্র/দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দুপুরে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা ও শিশু পরিবারসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং খুলনা কালেক্টরেট জামে মসজিদে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। সকাল থেকে একটা পর্যন্ত বিআইডব্লিউটিএ রকেট ঘাটে নৌ-বাহিনীর জাহাজ জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। শহীদ হাদিস পার্কে মুক্তিযুদ্ধভিক্তিক চলচ্চিত্র/প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং খুলনার সকল পার্ক, জাদুঘর, গণহত্যা জাদুঘর শিশুদের জন্য বিনা টিকিটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়।
খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডির) উদ্যোগে খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। খুলনা বেতার বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। এ ছাড়াও রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status