ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সারা দেশে স্বাধীনতা দিবস পালিত

বাংলারজমিন ডেস্ক
২৭ মার্চ ২০২৪, বুধবার
mzamin

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে: রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর মর্ডাণ মোড়স্থ স্বাধীনতার স্মৃতিস্তম্ভ ‘অর্জন’-এ পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, র‌্যাব-১৩ কমান্ডার আরাফাত ইসলামসহ অন্যরা।

মাগুরা প্রতিনিধি: মাগুরায় গতকাল যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা হয়। 
সকাল ৭টায় মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রাজশাহীর পুঠিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদ্যাপিত হচ্ছে। প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মঙ্গলবার (২৬শে মার্চ) সকাল ৯টায় পুঠিয়ার পি এন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত গাওয়ার মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম, নুর হোসেন নির্ঝর, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান শান্তির প্রতীক পায়রা ও রং-বেরংয়ের বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন।

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় মহান ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে। ভোর ৬টায় ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করে শরণখোলা থানা পুলিশ। এ ছাড়া উপজেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শরণখোলা থানা, উপজেলা প্রেস ক্লাব, রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন,  সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপনের লক্ষ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম, উপজেলা প্রশাসন, থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, হালুয়াঘাট উপজেলা প্রেস ক্লাব, হালুয়াঘাট মহিলা আদর্শ ডিগ্রি কলেজ, সাধারণ পাঠাগার, দলিল লেখক সমিতি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: নানা আয়োজনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়েছে।

বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন। এ ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিবসটি পালনে নানা কর্মসূচি পালন করা হয়। গতকাল সকাল ৯টায় পাকুন্দিয়া সরকারি কলেজ চত্বরের শহীদ মিনারে পুস্পস্তর্বক অর্পণ করে উপজেলা প্রশাসন। 

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ৩১বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা। মঙ্গলবার প্রভাতে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, পৌরসভা, যুবলীগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আমতলী উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেছে।
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বেলকুচিতে বেলকুচিতে নানার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার (২৬শে মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়। বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রত্না বেগম।

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে: স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুরের কেন্দ্রীয় স্বাধীনতা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনতা পুষ্পস্তবক অর্পণ করে  মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানায়। পরে শহীদ বরকত স্টেডিয়ামে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধনের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন কুচকাওয়াচ ও মনোজ্ঞ ডিসপ্লেতে অংশ নেয়। অন্যদিকে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসব অনুষ্ঠানে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ উপস্থিত ছিলেন। গাজীপুর জেলা পরিষদ আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা খন্দকার মোদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আরিফ, দেলোয়ার হোসেন, উম্মে কুলসুম শিল্পী বক্তব্য রাখেন।

বেনাপোল প্রতিনিধি: স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের রণাঙ্গনের সাহসী সন্তান বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের কবরে মঙ্গলবার সকালে গার্ড অফ অনার, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়ার অনুষ্ঠান করেন শার্শা উপজেলা প্রশাসন। সমাধিস্থলে প্রশাসনের বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। করা হয় আলোচনাসভা ও দোয়ার অনুষ্ঠান। যশোর ৪৯ বিজিবির পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। গার্ড অফ অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা। দিনটি উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর সমাধিতে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যশোর-১ আসনের সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, বিজিবি, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর পরিবারের সদস্যবৃন্দ ও সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুরে পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ। উপজেলা চত্বরের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছেন সদরপুর উপজেলা প্রশাসনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন। শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম, মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল। 

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ২৬শে মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, কয়রা উপজেলা প্রেস ক্লাব, কয়রা আইনজীবী সমিতি, পূজা উদ্যাপন পরিষদ, কয়রা সরকারি মহিলা কলেজ, কপোতাক্ষ মহাবিদ্যালয়, কয়রা বাজার কমিটি, সোনালী ব্যাংক, স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা শাখা, মানবকল্যাণ ইউনিট, মদিনাবাদ যুব সংঘ, ১নং কয়রা তরুণ সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া অনুষ্ঠান শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার মো. রেজাউল করিমের পরিচালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম, কয়রা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান প্রমুখ।

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকাল ৬টার দিকে মেহেরপুর সরকারি কলেজ অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। প্রথমে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক শামীম হাসান। পরে জেলাবাসীর পক্ষেও পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার এসএম নাজমুল হক, মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য ড. মোহাম্মদ রবিউল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, মেহেরপুর পৌরসভার পক্ষে মেয়র মাহফুজুর রহমান রিটনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪। গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানান, স্থানীয় এমপি’র প্রতিনিধিরা, উপজেলা পরিষদ, প্রশাসন, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরাইল সরকারি কলেজ, মহিলা কলেজ, সরাইল প্রেস ক্লাব, জাতীয় পার্টি, বিএনপি, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সকাল ৮টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ। 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: নানা আয়োজনে আর বিনম্র শ্রদ্ধায় বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। 
সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বালিয়াকান্দি থানা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার  বারহাট্টা উপজেলায় নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে প্রথমেই উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বারহাট্টা উপজেলা প্রশাসন। পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বারহাট্টা থানা পুলিশ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠন। 

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৬শে মার্চ) প্রত্যুষে ডোমার হাইস্কুল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হৃদয়ে স্বাধীনতা বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন। 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। সকাল সাড়ে আটটায় আনোয়ারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, স্কাউট ও প্রাথমিক- মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ প্রদর্শন, সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইসতিয়াক ইমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান ) মৃণাল কান্তি ধর।
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: গঙ্গাচড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে গতকাল প্রতুষ্যে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি। এরপর মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. এজাজ আহমেদ মামুনের নেতৃত্বে উপজেলা পরিষদ। এ ছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগ, যুবলীগ, দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমি, দৌলতপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status