ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

টিকিট কালোবাজারি বন্ধে জিরো টলারেন্স: রেলমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
২৭ মার্চ ২০২৪, বুধবার
mzamin

দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, টিকিট কালোবাজারির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি। আমরা ইতিমধ্যে টিকিট কালোবাজারির কয়েকটি সিন্ডিকেটকে ধরেছি। জনগণকে বলবো আপনারা কালোবাজারির কাছ থেকে টিকিট কাটবেন না। কালোবাজারিরা দেশটাকে ধ্বংস করতে চায়, রেলকে ধ্বংস করতে চায়। গতকাল সকাল সাড়ে ১০টায় শহরের রেলগেট এলাকায় শহীদ স্মৃতি চত্বরে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি রেলের টিকিটটা কালোবাজারি মুক্ত রাখতে। আসন্ন ঈদটা এবার যাত্রীদের ভালোই কাটবে। তারা নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবে। আজকে (গতকাল) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে।

বিজ্ঞাপন
পাকিস্তানি হানাদার ও একাত্তরের ঘাতক দালালরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর তারই সুযোগ্য কন্যা দেশকে শক্ত হাতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, বিএনপি-জামায়াতের উদ্দেশ্য ছিল দেশটাকে ধ্বংস করার। তারা ফরিদপুরের রেল ও রাজবাড়ীর ভাটিয়াপাড়ার রেলস্টেশন বিক্রি করে দেয়ার চেষ্টা করেছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পর শুধু রেল নয় সর্বক্ষেত্রে উন্নতির শিকড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এই উন্নতি তো সবার পছন্দ না। অনেকেই ষড়যন্ত্র করে এই উন্নতিকে পিছিয়ে দিতে চায়, স্থবির করে দিতে চায়। মন্ত্রী বলেন, সবচেয়ে বড় কথা জনগণ উন্নয়ন চায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন চান। আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করা সম্ভব। আজকের স্বাধীনতার এই দিনে আমাদের শপথ হবে, আমরা দেশকে একটি উন্নত দেশে পরিণত করবো। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তাকে সহযোগিতা করবো।
 

পাঠকের মতামত

"টিকিট কালোবাজারি বন্ধে জিরো টলারেন্স: রেলমন্ত্রী" সস্তা, বস্তা পঁচা বুলি। এসব বুলি আওড়াতে পয়সা লাগে না। বোকা জনগণকে বুঝ দেওয়া যায় খুব সহজে। বাস্তব জিরো।

Rafiqul Islam
২৭ মার্চ ২০২৪, বুধবার, ১২:১৫ অপরাহ্ন

সবকিছুতেইতো আপনাদের জিরো টলারেন্স। আবার বদির মত লোক কে সংসদ সদস্য বানানো হয়, হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়।

BB
২৭ মার্চ ২০২৪, বুধবার, ৯:২০ পূর্বাহ্ন

রেলওয়ের এক একজন কর্মকর্তা কর্মচারীগণ দুর্নীতি ও অনিয়ম কালো বাজারিতে বিশেষ দক্ষ ও অভিজ্ঞ ধান্দাবাজ চ্যাম্পিয়ন, nobody can touch them!! অহংকারী বাবু মসায়দের ভাবখানা যেনো আসামি রিমান্ডে নেয়ার পুলিশ সুপার বা অফিসার্স, জনগনকে সামনে ও যেইভাবে পারে রিমান্ডে নিয়ে হাইজ্যাক করা !! আসলে এদের কিসের সাথে তুলনা করবো সেই ভাষাও খুঁজে পাচ্ছিনা!! আমরা জাতি হিসেবে খুবই আজব।

Rubel Chowdhury
২৭ মার্চ ২০২৪, বুধবার, ৬:৪৫ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status