খেলা

মৌসুমের প্রথম হ্যাটট্রিক, আসরের বড় জয়

স্পোর্টস রিপোর্টার

২৭ আগস্ট ২০১৭, রবিবার, ৯:৩০ পূর্বাহ্ন

মৌসুমের প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব দেখালেন হেম্বার ভ্যালেন্সিয়া। আর এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সবচেয়ে বড় জয় দেখলো নবাগত দল সাইফ স্পোর্টিং ক্লাব। গতকাল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৫-০ গোলে জয় কুড়ায় তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে ৮ মিনিটের ব্যবধানে তিন গোল নিয়ে ব্রাদার্সের প্রতিরোধ গুঁড়িয়ে দেয় সাইফ। ম্যাচে হ্যাটট্রিক নৈপুণ্য দেখান সাইফ স্পোর্টিং ক্লাবের এ কলম্বিয়ান ফরোয়ার্ড ভ্যালেন্সিয়া। আর বল পায়ে নৈপুণ্য দেখান সাঈফ স্পোর্টিং ক্লাবের স্বদেশি তারকা জুয়েল রানা। ম্যাচে ভ্যালেন্সিয়ার তিন গোলেই ছিল জুয়েল রানার অবদান। চলতি বিপিএলের ৩২ ম্যাচে ৬৭ গোল উপভোগ করলেন দর্শকরা। তবে কোনো খেলোয়াড় হ্যাটট্রিক নৈপুণ্য দেখালেন প্রথমবার।  মৌসুমের প্রথম আসর ফেডারেশ কাপেও হ্যাটট্রিকের দেখা পাননি কোনো খেলোয়াড়। বাংলাদেশ প্রিমিয়ার লীগের দশম আসরে গতকাল ম্যাচের প্রথমার্ধে দুই গোল আদায় করেন ভ্যালেন্সিয়া।  আর দ্বিতীয়ার্ধে নিজের তৃতীয় গোল নিয়ে ভ্যালেন্সিয়া পূর্ণ করেন হ্যাটট্রিক। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সাইফ স্পোর্টিংয়ের অপর দুই গোল আদায় করেন ডেইনার আন্ডেস আন্দ্রেস ও স্বদেশি তারকা হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। বঙ্গবন্ধু মাঠে ম্যাচের প্রায় পুরোটাই কাটে গোলশূন্য সমতায়। তবে প্রথমার্ধের শেষটায় ৪ মিনিটের ভেলকি দেখান হেম্বার ভ্যালেন্সিয়া। প্রথমার্ধের শেষ মিনিটে গোল পেয়ে যান সাইফ স্পোর্টিংয়ের এই বিদেশি রিক্রুট। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করেন ২৭ বছর বয়সী এ কলম্বিয়ান স্ট্রাইকার। ৫৩তম মিনিটে গোল পান হেমন্ত। আর ৬৫তম মিনিটে ভ্যালেন্সিয়া পান নিজের তৃতীয় গোল। চলতি আসরে এর আগের দুই ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ও মোহামেডানের বিপক্ষেও গোল পান ভ্যালেন্সিয়া। আসরে সর্বোচ্চ ৫ গোলের কৃতিত্ব তার। আসরে পাঁচ গোল পেয়েছেন চট্টগ্রাম  আবাহনীর স্বদেশি তারকা তৌহিদুল আলম সবুজও।


 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status