বাংলারজমিন

শ্রীমঙ্গলের তরমুজের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

৬ মে ২০২১, বৃহস্পতিবার, ৯:১০ অপরাহ্ন

মৌলভীবারের শ্রীমঙ্গলের তরমুজের আড়তে ভোক্তা অধিদপ্তর তদারকি অভিযান চালিয়েছে।  বিশেষ সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার স্টেশন রোড, পুরাতন বাজার, নতুনবাজার, সোনার বাংলা রোড, মাছের বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান, ফার্মেসি এবং অন্যান্য দোকানে মনিটরিং, সচেতনতামূলক পথসভা ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। এছাড়া ফলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যের ক্রয় ভাউচার ও বিক্রয় মূল্য যাচাই করা হয়। সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status