বাংলারজমিন

নালিতাবাড়ীতে নির্বাচনী পথসভায় বাধা, বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০২১, শনিবার, ৮:৪০ অপরাহ্ন

 শেরপুরের নালিতাবাড়ীতে গতকাল দুপুরে বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী পথসভায় বাধাদান ও ভাঙচুরের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মো. আনোয়ার হোসেন।  
পৌর শহরের শহীদ মিনারস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. নূরুল আমিনের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হারিবুর রহমান লিটন, শফিকুল ইসলাম রিপন, আলী আশরাফ ভূঁইয়া, সিরাজুল ইসলাম, শেখ মো. কাঞ্চন, মো. আনিসুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, আলী আকবর চান্দু, মিজানুর রহমান শোকন।
এ সময় সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, আসন্ন পৌর নির্বাচনে আমি একজন বিএনপি’র মনোনীত মেয়র পদপ্রার্থী। পূর্ব নির্ধারিত নির্বাচনী পথসভা করার উদ্দেশ্যে বিএনপি’র নেতাকর্মীসহ গোবিন্দনগর তাওয়াকুল্লিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভা চলাকালীন সময়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষের শহরের ছিটপাড়া এলাকার আলীম উদ্দিনের ছেলে আরিফ হোসেন, ভেলোর ছেলে দেলোয়ার হোসেন ও মজিবর রহমানের ছেলে সোলায়মানের নেতৃত্বে ও আরো ২০-২৫ জন বিবাদীগণসহ পূর্ব পরিকল্পিতভাবে ও পরস্পর যোগসাজোশে তাদের হাতে থাকা লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রসহ ও প্রাণনাশক অস্ত্র নিয়ে বেআইনিভাবে জনতাবদ্ধে আমার নির্বাচনী পথসভায় অতর্কিত হামলা চালায়। পথসভার প্লাস্টিক চেয়ার ১০০টি, টেবিল ২টি, মাইক, ব্যাটারি ভাঙচুর করে ৮০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত করাসহ নেতাকর্মীদের মারধর করে।   
এ সময় নিরপেক্ষ নির্বাচন আশা করেন কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র প্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, আমরা এই ঘটনায় কিছুটা নিরাশ, নির্বাচনে বাধা আসতে পারে। নিরপেক্ষ নির্বাচনে প্রশাসন সহযোগিতা করলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status