বাংলারজমিন

পাবনায় জেলা প্রশাসনের বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার, পাবনা থেকে

১১ আগস্ট ২০২০, মঙ্গলবার, ৮:৪৭ পূর্বাহ্ন

পাবনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এককোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে গতকাল পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় ও পাবনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল। এ সময় জেলা প্রশাসক কবীর মাহমুদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জাহিদ নেওয়াজসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status