অনলাইন

করোনা ভাইরাস

ফেসবুকে গুজব ছড়ানোয় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ থেকে

২২ মার্চ ২০২০, রবিবার, ১১:১৬ পূর্বাহ্ন

করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মানিকগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন অভিকে। শনিবার রাতে মানিকগঞ্জ জেলা পুলিশের ডিএসবির সিনিয়র এএসপি হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত যুবক  মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা উত্তরখন্ড গ্রামের নওশের আলম মাষ্টারের ছেলে।

ডিএসবি’র সিনিয়র এএসপি হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সাদ্দাম হোসেন অভি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘করোনায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু ও তিনজনকে ঢাকায় স্থানান্তর’ লিখে গুজব ছড়িয়ে দেন। এটি পুলিশের দৃষ্টিতে আসার পর, সেদিন সন্ধ্যায় বাঁচামারা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সুপার হাফিজুর রহমান আরও জানান, অভির বিরুদ্ধে শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫ (খ)(২)/৩১ ধারায় মামলা করা হয়েছে।
উল্লেখ্য, আটক সাদ্দাম হোসেন অভি মুক্তিযুদ্ধ মঞ্চ মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা প্রকৌশলী সমিতির সহ-সভাপতি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status