দেশ বিদেশ

‘মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থা’ বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার

২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৯:১৫ পূর্বাহ্ন

লেখক ও অনুবাদক নেসার আমিন-এর লেখা ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থা’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। গতকাল ধানমণ্ডির ইমকে সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে একদল লেখক, সাংবাদিক ও গবেষক এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখিকা সালমা লুনা। অনুষ্ঠানের শুরুতে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম এবং জয়েন্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ শাহাদাত হোসেন। মোড়ক উন্মোচনের পর স্বাগত বক্তব্য দেন সূচীপত্রের প্রধান নির্বাহী সাঈদ বারী। এরপর অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থা’ বইয়ের লেখক নেসার আমিন। নেসার আমিন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের অন্যতম প্রধান শক্তিধর রাষ্ট্র। দেশ ও সভ্যতা হিসেবে খুব প্রাচীন না হলেও ১৭৭৬ সালে স্বাধীনতা লাভ করার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র নিরবচ্ছিন্নভাবে নির্বাচনী গণতন্ত্র চর্চা করে আসছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতার কারণ হলো এর সুলিখিত ও সুচিন্তিত সংবিধান এবং গণতান্ত্রিক, ব্যতিক্রমী ও স্বতন্ত্র সরকার ও নির্বাচনী ব্যবস্থা। কিন্তু দেশটির নির্বাচন ব্যবস্থা বিশেষ করে প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি কিছুটা জটিল এবং কিছুটা পরোক্ষ। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থাকে সহজভাবে এবং মাতৃভাষা বাংলায় তুলে ধরার উদ্দেশ্যেই মূলত আমি এই বইটি লিখেছি।’ উল্লেখ্য, ৩২০ পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনা সংস্থা সূচীপত্র।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status