এক্সক্লুসিভ

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ারকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার

১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:০৪ পূর্বাহ্ন

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আদেশের সার্টিফাইড কপি না দেয়ায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১লা ডিসেম্বর তাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। একইসঙ্গে আদালত ১৮ই জুলাই র‌্যাবের দেয়া মামলার আদেশের সত্যায়িত অনুলিপি দিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং ওই আদেশের অনুলিপি পাঁচ কার্যদিবসের মধ্যে প্রদান করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৭ কর্মদিবসের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন, ব্যারিস্টার এম সাখাওয়াত হোসাইন খান। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। পরে তুষার কান্তি রায় সাংবাদিকদের বলেন, মোবাইল কোর্টে দেয়া সাজার আদেশের অনুলিপি না দেয়ায় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১লা ডিসেম্বর আদালতে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অপরদিকে, রিট আবেদন কারীর আইনজীবী এম সাখাওয়াত হোসাইন খান বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বটতলা খাল পাড়ের মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর অধীনে গত ১৮ই জুলাই সারওয়ার আলম তপু এন্টারপ্রাইজের ম্যানেজার মো. মিজান মিয়াকে এক বছরের সাজা দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। কিন্তু আদেশের অনুলিপি না পাওয়ার  কারণে আপিল করতে পারছেন না মিজান মিয়া। আপিল করা আবেদনকারীর মৌলিক অধিকার। এ ব্যাপারে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেবো। অভিযুক্ত তপু এন্টারপ্রাইজের ম্যানেজার মো. মিজান মিয়া আদেশের অনুলিপির জন্য এখনো আবেদনই করেনি। এর আগে একই বেঞ্চ মোবাইল কোর্টের দেয়া সাজার রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আবেদনের পাঁচ কার্যদিবসের মধ্যে মামলার সার্টিফাইড কপি সরবরাহ করতে নির্দেশ দেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এই আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status