বিনোদন

ঢাকায় দুই বাংলার তারকামেলা

স্টাফ রিপোর্টার

২১ অক্টোবর ২০১৯, সোমবার, ৭:৫২ পূর্বাহ্ন

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস (বিবিএফএ)। আজ সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ জমকালো আয়োজন। আর এ আয়োজন ঘিরে বসছে দুই বাংলার তারকামেলা। এ অনুষ্ঠানে দুই বাংলার চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাজের স্বীকৃতি জানানো হবে। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ও বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এ অনুষ্ঠানটি নিবেদন করছে টিএম ফিল্মস। অনুষ্ঠানে পুরস্কার প্রদানের পাশাপাশি থাকবে দুই দেশের শীর্ষ তারকাদের চোখ ধাঁধানো পারফর্মেন্স। বাংলাদেশ থেকে শাকিব খান, রিয়াজ, বিদ্যা সিনহা মীম, পরীমনি, তমা মির্জাসহ অনেক তারকা পারফর্ম করবেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন শাহরিয়ার নাজিম জয় (বাংলাদেশ) ও ভারতের মীর আফসার আলী। এ দু’জনের সঙ্গে উপস্থাপনায় আরো সহযোগিতা করবেন গার্গি রায় চৌধুরী (ভারত) ও বাংলাদেশের শান্তা জাহান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আলমগীর, কবরী, শাকিব খান, জয়া আহসান, ভারতের প্রসেনজিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো তারকারা। গত দুইবছরে বাংলাদেশ ও কলকাতায় মুক্তি পাওয়া চলচ্চিত্রের মধ্যে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীসহ বেশকিছু ক্যাটাগরিতে এবার পুরস্কার দেয়া হবে। এই পুরস্কারের জুরি বোর্ডে বাংলাদেশ থেকে আছেন চলচ্চিত্রের সিনিয়র অভিনয়শিল্পী আলমগীর, কবরী, সাহিত্যিক ইমদাদুল হক মিলন, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম ও চলচ্চিত্র পরিচালক হাসিবুর রেজা কল্লোল। ভারত থেকে রয়েছেন পরিচালক গৌতম ঘোষ, ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ফিরদাউসুল হাসান, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু ও প্রযোজক অঞ্জন বসু। আরো থাকছে আজীবন সম্মাননা পুরস্কারের চমক। আয়োজনটি প্রসঙ্গে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ফিরদাউসুল হাসান বলেন, দুই দেশের মধ্যে এমন সাংস্কৃতিক সম্মেলন আরো আগেই হওয়া উচিত ছিল। তবে এবার সেটা হচ্ছে ও বেশ বড়সড় আয়োজনের মধ্যদিয়েই হচ্ছে। জানা যায়, পপুলার, টেকনিক্যাল ও রিজিওনাল-এই তিন ক্যাটাগরিতে মোট ২৪টি বিভাগে দুই দেশের শিল্পী-কুশলীদের পুরস্কার প্রদান করা হবে। আজ এই আয়োজনে আজীবন সম্মাননার পুরস্কার তুলে দেয়া হবে বাংলাদেশের গুণী অভিনেত্রী
আনোয়ারা বেগম ও পশ্চিমবঙ্গের দর্শকপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের হাতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status