বাংলারজমিন

সোনারগাঁয়ে আওয়ামী লীগের স্মরণ সভা

আহবায়ক কমিটিকে অবৈধ ঘোষণা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২৫ আগস্ট ২০১৯, রবিবার, ৮:৫৭ পূর্বাহ্ন

 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ বছরের দ্বন্দ্ব ঘুচিয়ে ঐক্যবদ্ধ হয়ে একই মঞ্চে উঠলেন কায়সার-কালাম ও মোশারফ। গতকাল বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৫ই আগস্ট ও ২১শে আগস্টে নিহতদের স্মরণে অনুষ্ঠিত শোক সভায় এক সঙ্গে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। প্রসঙ্গত, গত ১৬ই জুলাই সোনারগাঁয়ে হাসনাত পরিবারের ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামকে বাদ দিয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে এড. শামসুল ইসলাম ভূঁইয়াকে আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহবায়ক করে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি ঘোষণা দেয়ার পর নড়েচড়ে বসেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় সকল দ্বন্দ্ব ঘুচিয়ে উপজেলা আওয়ামী লীগের বিভক্ত নেতৃবৃন্দ এক সঙ্গে রাজনীতি করার প্রত্যয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন ইউনিয়নে সভা সমাবেশ করে ঐক্যের ডাক দেয়। এসময় নেতৃবৃন্দ নবগঠিত আহবায়ক কমিটিকে পকেট ও অবৈধ কমিটি ঘোষণা দিয়ে তাদের প্রতিহত করার ঘোষণা দেন। এবং প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক এ এইচ এম মাসুদ দুলাল, ডা. সেলিনা আক্তার,  মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সাদীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, জামপুর ইউপি চেয়ারম্যান হামিম সিকদার শিপলু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুই ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, আরিফ হোসেন, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, এড. ফজলে রাব্বিসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা আগামী ১লা সেপ্টেম্বর থেকে বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যদের প্রতিহত করা ঘোষণা দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status