বিনোদন

নতুন পথে নাবিলা

স্টাফ রিপোর্টার

২৫ আগস্ট ২০১৯, রবিবার, ৮:২২ পূর্বাহ্ন

নতুন পথে হাঁটছেন ‘আয়নাবাজি’খ্যাত মাসুমা রহমান নাবিলা। সম্প্রতি তিনি কয়েকটি অনলাইনভিত্তিক বিজ্ঞাপনে কাজ করেছেন। অনলাইন কনটেন্টের দিকেই এই অভিনেত্রী এখন বেশি মনোযোগী বলে জানান। তার ভাষ্য, আমি এখন অনলাইন কনটেন্টে বেশি সময় দিচ্ছি। সম্প্রতি আড়ংসহ কয়েকটি প্রতিষ্ঠানের অনলাইন বিজ্ঞাপনে কাজ করেছি। এই সময়ে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মে তাদের প্রচারণা করছেন। ডিজিটাল প্লাটফর্মের বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপনগুলো প্রচারে আসবে। ঈদের ছুটির পর এরইমধ্যে নাবিলা শুটিংয়ে ফিরেছেন। গেল ১৮ই আগস্ট ‘তারার বাড়ি’ শিরোনামের একটি ইউটিউব কনটেন্টে অংশ নিয়েছেন তিনি। এই কনটেন্ট নিয়ে নাবিলা বলেন, আমার পরিবারের গল্প নিয়ে এই কনটেন্ট নির্মিত হয়েছে। এটিতে আমাদের পরিবারের অনেক বিষয় দর্শক জানতে পারবে। একইসঙ্গে আমারও নানা বিষয় ওঠে এসেছে। একটি ইউটিউব প্রতিষ্ঠান বিভিন্ন সেলিব্রেটিকে নিয়ে এই কনটেন্ট নির্মাণ করছেন। তাদের অনুষ্ঠানের চিন্তা-ভাবনা আমার বেশ ভালো লেগেছে। এদিকে ঈদে এই গ্ল্যামারকন্যার উপস্থিতি ছিল ছোট পর্দায়। মিজানুর রহমান আরিয়ানের একটি নাটকে অভিনয় করেন তিনি।  এছাড়া এনটিভির একটি রেসিপি অনুষ্ঠান নিয়ে দর্শকের সঙ্গে ছিলেন। ছোট পর্দার বাইরে নাবিলা আবারও বড় পর্দায় আসার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি চলচ্চিত্রে অভিনয় করতে চাই। কিন্তু বিভিন্ন কারণে আমার সঙ্গে ব্যাটে-বলে মিল হয় না বলেই এ মাধ্যমটিতে এখন কাজ করা হচ্ছে না। তবে এরইমধ্যে কয়েকটি চলচ্চিত্রের স্ক্রিপ্ট হাতে পেয়েছি। এগুলো থ্রিলারধর্মী গল্পের চলচ্চিত্র। নির্মাতাদের সঙ্গে আলোচনা হচ্ছে। চলতি বছরেই হয়তো আমাকে দর্শক আবার বড় পর্দায় দেখতে পাবেন। ২০০৬ সালে টিভি উপস্থাপনার মাধ্যমে নাবিলা শোবিজে আসেন। উপস্থাপনা, মডেলিং ও টিভি নাটকের পাশাপাশি তিনি প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’তে অভিনয়ের মাধ্যমে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। এতে তিনি অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে। ছবিটি নির্মাণ করেন অমিতাভ রেজা। ২০১৬ সালে এই চলচ্চিত্রের মধ্য দিয়ে নতুন অনেক দর্শক সিনেমা হলেও ফেরেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status