বিশ্বজমিন

যুদ্ধবিমানের আকাশসীমা লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ রাশিয়ার

মানবজমিন ডেস্ক

২৪ জুলাই ২০১৯, বুধবার, ১২:০৮ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করেছে রাশিয়া। তারা বলেছে, ইচ্ছাকৃতভাবে তাদের যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করে নি। সিউলে প্রেসিডেন্সিয়াল অফিস থেকে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, রাশিয়ার সেনাবাহিনীর একজন কর্মকর্তা এ জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি এ জন্য যুদ্ধবিমানে যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করেছেন। মঙ্গলবার সিউল থেকে বলা হয়, দু’বার তাদের আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার যুদ্ধবিমান। প্রথমদিকে এ অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু দক্ষিণ কোরিয়ার ব্লু হাউজ এক ব্রিফিংয়ে বলেছে, রাশিয়া বলেছে তারা ইচ্ছাকৃতভাবে আকাশসীমা লঙ্ঘন করে নি। তারা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তদন্ত করবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status