খেলা

সাকিবের সঙ্গে নিজের তুলনা করেন না তাইজুল

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই ২০১৯, সোমবার, ১:০০ পূর্বাহ্ন

ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সফরে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনারের শূন্যতা পূরণে নেয়া হয়েছে তাইজুল ইসলামকে। তবে সাকিবের বোলিংয়ের সঙ্গে নিজের বোলিংয়ের তুলনা করেন না তাইজুল। গতকাল রোববার কলম্বোতে অনুশীলনের পর বাঁহাতি স্পিনার তাইজুল বলেন, ‘আসলে এটার (সাকিবের পরিবর্তে আসা) সঙ্গে আমি একমত নই। সাকিব ভাইয়ের পরিবর্তে আমি আসি না। আপনি ওইভাবে দেখলে বুঝবেন। সাকিব ভাই দুই জায়গায়ই (ব্যাটিং-বোলিং) পারফরম করেন। উনি বিশ্বসেরা র‌্যাংকিংয়ে রয়েছেন। আমি চেষ্টা করবো, যদি ম্যাচ খেলি আল্লাহর রহমতে তার জায়গায় ভালো কিছু করার। তবে তার জায়গা নিয়ে নয়।’

এই সিরিজে সাকিবের পাশাপাশি নিয়মিত ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা,  উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন থাকছেন না। তবে বাকিদের নিয়ে আত্মবিশ্বাসী তাইজুল। তিনি বলেন, ‘আমাদের দল এখন অনেক ভালো জায়গায় আছে। শ্রীলঙ্কার চেয়ে আমাদের দল খারাপ, এমনটা আপনি বলতে পারবেন না। এখানে আসলে যারা ভালো খেলবে, তাদের পক্ষেই ম্যাচের ফল যাবে। তাই আমরা চেষ্টা করবো ভালো কিছু করার।’

ভারতে মিনি রঞ্জি ট্রফিতে দারুণ বোলিং করেন তাইজুল ইসলাম। বিসিবি একাদশের হয়ে ২ ম্যাচেই নিয়েছেন ১৫ উইকেট। ২০১৬ সালের পর ওয়ানডে খেলার সুযোগ পাওয়া তাইজুল নিজের পারফরম্যান্সের ব্যাপারে আত্মবিশ্বাসী। আগামী ২৬শে জুন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status