খেলা

লর্ডসে চমক, সবুজ উইকেটে ফাইনাল!

স্পোর্টস ডেস্ক

১৪ জুলাই ২০১৯, রবিবার, ১২:৫৯ অপরাহ্ন

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের উইকেটে হাই স্কোরিং ম্যাচ হবে, এমনটাই ধারণা ছিল ক্রিকেট বিশ্বের। শুরুর দিকের ম্যাচগুলোতে ৩’শর বেশি রানও দেখেছে। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বদলেছে দৃশ্যপট। ২৫০ রান তুলতেই কষ্ট হয়েছে দলগুলোর। তবে আজ ফাইনাল নিয়েও একই প্রশ্ন। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ফাইনালে কেমন স্কোর হবে? কেমন হবে লর্ডসের উইকেট? ইংল্যান্ডে-নিউজিল্যান্ডের জন্য যে উইকেটটি প্রস্তুত হচ্ছে সেটি সবুজ। ফাইনালের বাইশ গজ হবে সবুজ! তবে কিউরেটরদের পক্ষ থেকে জানানো হয়, ঘাস কেটে ফেলা হবে। কিন্তু সন্ধ্যার পরও দেখা গেলো মাঠে ঘাস রয়ে গেছে। যদি এই ঘাসই রেখে দেওয়া হয়, তা হলে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বার এমন পিচে ফাইনাল নিয়ে প্রশ্ন উঠতেই পারে। লর্ডসের পিচের ছবি তুলে টুইটারে পোস্ট করে নাসের হুসেন লেখেন, ‘পিচ আর আউটফিল্ড আলাদা করা যাচ্ছে না।’

সবুজ উইকেট নিয়ে ইংলিশ অধিনায়ক এউইন মর্গ্যানের বলেন, ‘পিচ যতটা না সবুজ, তার চেয়ে বেশি সবুজ দেখাচ্ছে।’ তবুও ফাইনালের জন্য এমন টেস্ট পিচের রহস্যের সমাধান হয়নি। ইংল্যান্ডের সাংবাদিকদের মতে, ম্যাচের সকালেই ঘাস কেটে যাওয়া উচিত। এমন সবুজ পিচে খেলার সম্ভাবনা তারাও দেখছেন না।

ইংল্যান্ডের হাতেও ভাল বোলিং আক্রমণ রয়েছে। জফরা আর্চার, মার্ক উড, ক্রিস ওকস, লায়াম প্লাঙ্কেট। সঙ্গে আদিল রশিদের লেগস্পিন। এ দিন ইংল্যান্ডের অনুশীলনের সময় আবার দেখা গেল, সবুজ পিচের পাশেই একটা উইকেটে দীর্ঘক্ষণ ধরে বোলিং অনুশীলন করে গেলেন তাদের দুই স্পিনার রশিদ এবং মইন আলি। তাতে পিচ-রহস্য আরও ঘনীভূত হল।

ফাইনালে সবুজ উইকেট নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে বললেন, ‘সাধারণত, এখানে সকলের জন্য ভালো উইকেট হয়। তবে এটা দেখে মনে হচ্ছে, দু’দলের ফাস্ট বোলাররা খুব উৎসাহিত হবে। ভাল ক্রিকেট খেলার দিকে নজর দিতে হবে। বছরের পর বছর ধরে দেখা গিয়েছে, একটা নির্দিষ্ট দিনে যে কেউ যে কাউকে হারাতে পারে। তবে ইংল্যান্ড ফেভারিট।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status