এক্সক্লুসিভ

চা উৎপাদন কমেছে ৬ মিলিয়ন কেজি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:৫২ পূর্বাহ্ন

দেশে চা উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় কম হয়েছে। এবার অর্থাৎ ২০১৭ এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চা উৎপাদন মৌসুমে দেশে চা উৎপাদন হয়েছে ৭৮.৯৫ মিলিয়ন কেজি। এর পূর্ববর্তী বছর অর্থাৎ ২০১৬ সালে দেশের চা শিল্পের ইতিহাসে সর্বোচ্চ ৮৫.০৫ মিলিয়ন কেজি চা উৎপাদন করে রেকর্ড সৃষ্টি করেছিল। এক পরিসংখ্যান থেকে দেখা যায়, এবার চা উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় ৬.১ মিলিয়ন কেজি কম হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চা উৎপাদন মৌসুমে অতিবৃষ্টি, অসম তাপমাত্রা, অপরিমিত সূর্যালোক, অতিবৃষ্টির কারণে সময়মতো চা গাছে সার প্রয়োগ করতে না পারা, তাছাড়া সার প্রয়োগ করলেও ফ্লাশআউটের কারণে ও চা-বাগানে মশার আক্রমণের প্রকোপ অত্যধিক বেড়ে যায়। যার কারণে চা উৎপাদন কম হয়েছে।
চা বোর্ড সূত্র জানায়, ২০১৬ সালে চা শিল্পে অনুকূল আবহাওয়া ও পরিবেশ, প্রয়োজনীয় বৃষ্টিপাত, সঠিক তাপমাত্রা, রেডস্পাইডারসহ পোকা মাকড়ের আক্রমণ তেমন না থাকা ও খরার কবলে না পরার কারণে দেশের চা শিল্পের ১৬২ বছরের ইতিহাসে সর্বোচ্চ চা উৎপাদন হয়েছিল। সূত্র আরো জানায়, দেশে সামপ্রতিককালে জনপ্রিয় পানীয় চায়ের অভ্যন্তরীণ চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালে দেশে উৎপাদিত চায়ের পরিমাণ ছিল ৮৫.০৫ মিলিয়ন কেজি। আর ওই বছর অভ্যন্তরীণ ভোগের পরিমান ছিল ৮১.৬৪ মিলিয়ন কেজি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status