ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

দাবি পূরণের আশ্বাসে কাজে ফিরছেন ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

স্টাফ রিপোর্টার
১১ মে ২০২৪, শনিবার

দাবি পূরণের আশ্বাসে অনির্দিষ্টকালের জন্য ডাকা সারা দেশের কর্মবিরতি স্থগিত করে শনিবার থেকে কাজে ফিরছেন সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারীরা। সকালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আন্দোলনরতদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, অতিরিক্ত সচিব তানিয়া খান, শেখ আকতার হোসেনসহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তীর বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান কর্মকর্তা-কর্মচারীরা। 

সংবাদ সম্মেলনে কর্মকর্তা-কর্মচারীরা জানান, চলমান আন্দোলন কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় তার নির্দেশনায় মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা আমাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলতে আলোচনায় বসার জন্য আহ্বান জানান। আমরা বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও ভবিষ্যতে স্মার্ট বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে নিম্নমানের মালামাল ক্রয় বন্ধের ব্যাপারে দাবি-দাওয়া ও ন্যায্যতা তুলে ধরি। তারা আমাদের উত্থাপিত যৌক্তিক দাবি-দাওয়ার‌  বিষয়ে  পুঙ্খানুপঙ্খু যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় দুই সপ্তাহ সময় চেয়েছে। এরপর প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির সকলস্তরের কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিসহ আবারো আলোচনায় বসা হবে। তার আগ পর্যন্ত আমরা কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শনিবার থেকে সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত সেবাদান চালিয়ে যাবেন। 
সংবাদ সম্মেলনে কর্মকর্তা-কর্মচারীরা আরও জানান, মন্ত্রণালয়ের দেয়া আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করলেও আমাদের দাবি-দাওয়া বাস্তবায়ন না হলে প্রয়োজনে আমরা আবারো কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে যাবো।  যেহেতু আজকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের ডাকেনি সেহেতু শনিবার থেকে যদি কেউ কাজে না ফেরে তার দায়ভার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বহন করবে না। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ এজিএম প্রকৌশলী রাজন কুমার দাস, ডিজিএম মো. এনামুল হক, ডিজিএম প্রকৌশলী মো. বেলাল হোসেন,  এজিএম আব্দুল হাকিম, মো. সাজেদুর রহমান, এজিএম মোহাম্মদ সালাউদ্দিন, ওয়ারিং পরিদর্শক সালাম জাবেদ প্রমুখ।

 

বিজ্ঞাপন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status