ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

পরিবেশ পদক পাচ্ছে মৌলভীবাজার পৌরসভা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১১ মে ২০২৪, শনিবার
mzamin

প্রবাসী ও পর্যটন অধ্যুষিত জেলার মৌলভীবাজার পৌরসভার সৃষ্টিলগ্ন থেকে এ পর্যন্ত এরকম একটি সম্মাননা পদকের প্রত্যাশা ছিল সংশ্লিষ্টদের। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেই স্বপ্ন প্রত্যাশা অবশেষে প্রাপ্তিতে পরিণত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর গুরুত্বপূর্ণ বিশেষ অবদান রাখায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মৌলভীবাজার পৌরসভাকে জাতীয় ‘পরিবেশ পদক ২০২৩’ চূড়ান্তভাবে মনোনীত করেছে। এমন খবরে পৌর মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও নাগরিকরা আনন্দে উদ্বেলিত হচ্ছেন। খুবই শিগগিরই এই পদকটি আনুষ্ঠানিকভাবে পৌর মেয়রের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা যায়, জাতীয় পরিবেশ পদক নীতিমালা-২০১২ অনুযায়ী পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার, পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক দিয়ে সম্মানিত ও কাজে অনুপ্রাণিত করা হয়। প্রতিটি ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য ২২ ক্যারেট মানের ২ তোলা ওজনের স্বর্ণের বাজারমূল্য এবং নগদ ৫০ পঞ্চাশ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। কিছু আনুষ্ঠানিকতা শেষে দীনক্ষণ নির্ধারিত হলে খুব শিগগিরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদকটি গ্রহণ করবেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে ড. মো. ফয়সাল আবেদীন খান উপ-পরিচালক (উপসচিব) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন প্রকাশ করে এই তথ্যটি জানানো হয়। এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান মানবজমিনকে বলেন পৌরসভার উদ্যোগে সপ্তাহে একদিন পৌরসভার মেয়র চত্বরে প্লাস্টিক ক্রয়-বিক্রয়ের হাট, শহরের সৌন্দর্য বর্ধনে ফুলগাছ লাগানো, কুদালী ছড়া সংস্কার ও সৌন্দর্য বর্ধনে কাজ করার অবদানস্বরূপ এই স্বীকৃতি পাচ্ছে মৌলভীবাজার পৌরসভা।

বিজ্ঞাপন
তিনি বলেন, এই অর্জন সম্মানিত পৌর নাগরিকদের। আমরা সকলের সার্বিক সহযোগিতায় আরও এগিয়ে যেতে চাই। তিনি এই পদকের জন্য সারা দেশের মধ্যে মৌলভীবাজার পৌরসভাকে নির্বাচিত করায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানান।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status