ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ঝিনাইদহে মায়ের জমির ভাগ চাইতে এসে হামলার শিকার, আহত ৫

ঝিনাইদহ প্রতিনিধি
১১ মে ২০২৪, শনিবার

পৈতৃক জমির ভাগ চাইতে গিয়ে ভাই ও ভাতিজাদের হাতে মারধরের শিকার হয়েছেন তিন বোন, এক ছোটভাই ও ভগ্নিপতি। ঘটনাটি ঘটেছে গতকাল বেলা ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বোড়াই গ্রামে। আহতরা হলেন- মাটিকুমড়া গ্রামের নবিছদ্দিনের ছেলে নাছির উদ্দীন, তার স্ত্রী শহিদা খাতুন, বোন শাহানারা খাতুন, মাজেদা খাতুন ও ছোট ভাই বিপুল হোসেন। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন মাজেদা খাতুন অভিযোগ করেন, তার মা সবজান নেছার নামীয় ২২ কাঠা জমি তার ভাই হায়দার আলী জোর করে একাই ভোগদখল করছেন। মায়ের নামে থাকা জমির ভাগ চাইতে গতকাল সকালে আমরা তিনবোন, ছোটভাই ও ভগ্নিপতি মিলে হায়দারের বাড়িতে যাওয়া মাত্রই তার দুই ছেলে শাকিল ও রায়হানসহ লোহার রড দিয়ে পিটিয়ে আমাদের রক্তাক্ত জখম করে। বিপুল জানান, তাদের মা এখনো জীবিত। তার জমি সবার মাঝে বণ্টনের কথা বলায় তাকেও কয়েক বছর আগে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছিল। এ ঘটনায় হায়দার ৩ মাস জেলেও ছিলেন।  

তিনি বলেন, এর আগে জমির ভাগ চাওয়ায় তার পুত্রবধূ মৌ সুলতানা আমাকে তার দেবর সাজিয়ে আমার বিরুদ্ধে ২০২৩ সালের ২০শে অক্টোবর আদালতে মিথ্যা ধর্ষণ মামলা করেছিল।

বিজ্ঞাপন
অথচ আমি তার চাচা শ্বশুর হই। পুলিশ তদন্ত করে রিপোর্ট দিলে সেই মামলা মিথ্যা প্রমাণিত হয় এবং আদালত সে মামলা খারিজ করে দেয়। মায়ের জমি একাই গ্রাস করার জন্য হায়দার আমাকেও নিজ গ্রাম থেকে বিতাড়িত করেছে। এ বিষয়ে হায়দার আলী জানান, তারা সবাই জোটবদ্ধ হয়ে সাতসকালে আমার বাড়িতে আসে গণ্ডগোল করতে। তারাও মেরেছে, আমরাও মেরেছি। হায়দারের দাবি- তার ছেলে শাকিল ও তার স্ত্রী ফাতেমা খাতুনসহ আহত হয়েছেন। এ বিষয়ে ইউপি সদস্য নাজির উদ্দীন জানান, হায়দার খুব খারাপ প্রকৃতির মানুষ। এর আগে সে তার মাকে মেরে জখম করেছিল। গতকাল তার দুই ছেলে মিলে তিন ফুপু, ছোট চাচাসহ ৫ জনকে পিটিয়ে জখম করেছে। মায়ের নামে থাকা ২২ কাঠা জমির ভাগ বণ্টন নিয়ে এই দ্বন্দ বলে তিনি জানান। পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ৪-৫ জন আহত হয়েছে বলে শুনেছি। আহতরা একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status