ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

চাকরিচ্যুত কর্মীদের কাজে ফিরিয়ে নিলো এয়ার ইন্ডিয়া

মানবজমিন ডেস্ক
১১ মে ২০২৪, শনিবার

ভারতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে অসুস্থতার কথা জানিয়ে গণছুটি নেয়ায় যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল তাদের আবার কাজে ফিরিয়ে নিলো কর্তৃপক্ষ। এর আগে ছুটির নামে কাজে বিরত থাকায় বিমানের ২৫ জন ক্রুকে চাকরিচ্যুত করে এয়ার ইন্ডিয়া। তবে এতে সংকটের বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাদের পদে পুনর্বহাল করার চিঠি পাঠিয়েছে এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা বিভাগ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। অসুস্থতার কথা জানিয়ে গণছুটি নেয়া সদস্যরাও তাদের দায়িত্বে ফিরে আসবেন বলে আশা ব্যক্ত করেছেন কর্তৃপক্ষ। গত বুধবার একযোগে এয়ার ইন্ডিয়ার অন্তত ৩০০ ক্রু কাজে  যোগ না দিলে ভয়াবহ বিপর্যয়ের মুখে ১৭০টির বেশি ফ্লাইট বাতিল করে বিমান সংস্থাটি। এতে কার্যত বিমানটির পরিষেবায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। মূলত টাটা গ্রুপের হাতে মালিকানা বদলের পর থেকেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীরা নানা সমস্যার কথা বলতে থাকেন। বেতন থেকে শুরু করে কাজের শিফট সবক্ষেত্রেই পরিবর্তন আসায় সমস্যায় পড়তে হচ্ছিল পাইলট থেকে অন্য কর্মীদের। এর জেরেই এর আগে সিক-লিভের আবেদন করেন একসঙ্গে ৩০০ ক্রু।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status