ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে অবসর মুনরোর

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১০ মে ২০২৪, শুক্রবার, ১২:৩৯ অপরাহ্ন

mzamin

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার কলিন মুনরো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ৩৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে ১ টেস্ট, ৫৭ ওয়ানডে ও ৬৫টি টি–টোয়েন্টি খেলেছেন মুনরো।  ২০২০ সালের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকার জন্য প্রস্তুত বলে জানান।  নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডও নিশ্চিত করেছিলেন, দল নির্বাচনের আলোচনায় মুনরোর নামও আছে। কিন্তু দুই সপ্তাহ আগে ঘোষিত নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার।  নিউজিল্যান্ডের ২০১৪ ও ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন মুনরো। ২০১৯ বিশ্বকাপে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড দলেও ছিলেন তিনি।

মিডল অর্ডার ব্যাটার হিসেবে ক্যারিয়ার শুরু করা মুনরো পরের দিকে হয়ে উঠেন ওপেনার।  কিউই দলের আক্রমণাত্মক ব্যাটারদের একজন ছিলেন তিনি।

বিজ্ঞাপন
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ৪৭ বলে সেঞ্চুরি করেন মুনরো। ওই সময় ওয়ানডেতে নিউজিল্যান্ডের জার্সিতে দ্রুততম সেঞ্চুরি ছিল এটি। এর আগে ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টিতে ফিফটি করেন ১৪ বলে। যেটা এখনও নিউজিল্যান্ডের জার্সিতে দ্রুততম আর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে যৌথভাবে চতুর্থ দ্রুততম। টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৩টি সেঞ্চুরিও তারই।

অবসরের বিবৃতিতে মুনরো বলেন, ‘যদিও জাতীয় দলের হয়ে অনেক দিন খেলা হয়নি, কিন্তু ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টির ফর্ম দিয়ে জাতীয় দলে ফেরার আশা আমি কখনোই ছাড়িনি। টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পরিপ্রেক্ষিতে এই অধ্যায়টা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়ার এখনই সঠিক সময়।’

সাদা বলে মুনরোকে ব্যাটিংয়ের সামনের সারির একজন হিসেবে উল্লেখ করে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বলেন, ‘কলিন আক্রমণাত্মক এবং ৩৬০ ডিগ্রি ব্যাটিংয়ে আমাদের প্রথম দিকের ব্যাটসম্যানদের একজন, যা এখন বিশ্বজুড়ে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। সে নতুন ধারার খেলার সামনের সারির একজন এবং হিসেবি আর ঝুঁকিপূর্ণ শটের সৃষ্টিশীল ব্যাটসম্যান। একশর বেশি ম্যাচে অবদানের জন্য তাঁকে আমরা ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status