ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

‘মূল্যস্ফীতি, ডলারের দাম বেড়ে যাওয়া পশ্চিমাদের সৃষ্টি’

স্টাফ রিপোর্টার
১০ মে ২০২৪, শুক্রবার
mzamin

বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তার কোনোটাই নিজেদের সৃষ্টি নয়, সবই বিদেশ থেকে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।  মূল্যস্ফীতি, ডলারের দাম বেড়ে যাওয়া, গরিবের কষ্টের কারণ; সবই পশ্চিমারা সৃষ্টি করেছে। এখন আবার তারা এসে বুদ্ধি দিচ্ছে, কীভাবে দেশ চালাতে হবে। গতকাল রাজধানীর কাওরান বাজারে পেট্রোসেন্টারে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ‘বাংলাদেশের টেকসই উন্নয়নে ভূতত্ত্ব’ শিরোনামে দ্বিতীয়বারের মতো জাতীয় এই সেমিনারের আয়োজক ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। দুই দিনব্যাপী এই সেমিনার আজ শুক্রবার শেষ হবে।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, যুদ্ধবিগ্রহ করে পশ্চিমারা সংকট সৃষ্টি করেছে। এখন ওয়াশিংটন থেকে এসে পরামর্শ দেয়। কিন্তু দেশের অর্থনীতিবিদ, বিশেষজ্ঞরা কেউ এটা বলে না, এটা খুবই লজ্জার। সামনে আরও চ্যালেঞ্জ আসতে পারে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে সে ইঙ্গিত দিয়েছেন।

বিজ্ঞাপন
সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিশ্বে যেসব দেশ উন্নত হয়েছে, তারা সবাই খনিজ সম্পদের ওপর নির্ভর করেই হয়েছে। নিজেদের খনিজ সম্পদ আটকে রেখে লাভ নেই। যতটুকু সম্পদ আছে, তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। ১০০ বছরের ব-দ্বীপ পরিকল্পনায় ভূতত্ত্ব একটি বড় অংশ। দেশের অগ্রগতিতে ভূতত্ত্ব বড় ভূমিকা রাখতে পারে। সেমিনারে আরও বক্তব্য দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএসবি’র মহাপরিচালক তাহমিনা ইয়াসমিন। সেমিনারের শুরুতে জিএসবি’র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির পরিচালক আবদুল আজিজ পাটোয়ারী।
 

পাঠকের মতামত

পশ্চিমারা দোষের বাইরে নয়। তবে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্হাপনা ও বিদ্যমান দুর্নীতি সহ অন্যান্য ক্ষতিকর অসঙ্গতির কারণেই মূলত মূল্যস্ফীতি ও ডলারের দাম বেড়েই চলেছে !! অথচ সরকার অন্যদের দোষই দেখে! শুধু নিজের দোষটা ছাড়া !!!!

মোঃ মাহফুজুর রহমান
১০ মে ২০২৪, শুক্রবার, ৩:২০ অপরাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status