ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

জাহিদ মালেকের ফুফাতো ভাইয়ের পাল্টা সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
১০ মে ২০২৪, শুক্রবার

মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে এবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ফুফাতো ভাই চেয়ারম্যান প্রার্থী মো. ইসরাফিল হোসেন। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। 
এতে লিখিত বক্তব্যে ইসরাফিল হোসেন বলেন, মঙ্গলবার সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেককে জড়িয়ে বিভিন্ন বিভ্রান্তি, উদ্দেশ্যমূলক ও অসত্য তথ্য দিয়ে বক্তব্য দেন সুদেব কুমার সাহা। নির্বাচনে এমপি আমার পক্ষে ভোট চাওয়ার তথ্য সঠিক নয়। আমি সংসদ সদস্যের কোনো কর্মসূচিতে অংশ নেইনি। মন্ত্রী, এমপি’র ছেলেমেয়ে, স্ত্রী, আপন ভাইবোন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আমার ক্ষেত্রে দলীয় আইনগত কোনো বাধা নেই। এমপি জাহিদ মালেক দলের নির্দেশনা এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবগত। তা পালনে কোনো ব্যত্যয় ঘটেনি। 
তিনি বলেন, ৬ই মে ইমাম, মোয়াজ্জেম, মাদ্রাসার শিক্ষক ও প্রিন্সিপালদের নিয়ে নির্বাচনী সভায় সংসদ সদস্য কোনো উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বক্তব্য দেননি। ফিলিস্তিনের ওপর নির্মম নির্যাতন বর্বরতার বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছেন সংসদ সদস্য জাহিদ মালেক। অথচ সেই বক্তব্যকে ভিন্নখাতে প্রভাবিত করে সুদেব কুমার সাহা সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট করছেন।

বিজ্ঞাপন
ইতিপূর্বেও সুদেব সাহা এবং তার পরিবার ধর্মীয় বিষয়ে সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েছিলেন এবং মিছিলও করেছিলেন। তিনি উল্টো আমার লোকজনকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। ইতিমধ্যে বেতিলা-মিতরা ইউনিয়নে তার সমর্থকদের হুমকি-ধামকি দিয়ে সুদেব সাহা নিজের পক্ষে কাজ করানোর জন্য চাপ দেন।
সংবাদ সম্মেলনে ইসরাফিল হোসেনের সঙ্গে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সহ-সভাপতি নূর এ আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান, জেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে সুদেব কুমার সাহা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি কে বা কারা নষ্ট করতে চাইছেন, তা সদর জেলাবাসী জানেন। নির্দলীয় নির্বাচন হলেও ইসরাফিল হোসেন দলীয় নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status