ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

স্পোর্টস রিপোর্টার
১০ মে ২০২৪, শুক্রবার
mzamin

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড এরইমধ্যে আইসিসি’র কাছে জমা দিয়েছে বাংলাদেশ। যদিও সেই স্কোয়াডে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনা যাবে আগামী ২৫শে মে পর্যন্ত। তবে এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি জমা দেওয়ার পরও সাংবাদিকদের সামনে স্কোয়াড নিয়ে কিছু বলতে নারাজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে মতবিনিময়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে পাপন বলেন, ‘বিশ্বকাপ স্কোয়াড সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। স্কোয়াড কী হবে তাও জানি না। তবে আন্দাজ করা যায়। এক-দুজন খেলোয়াড় এদিক সেদিক হতে পারে। ১১ জনের ভেতর ৯ জন তো এমনি বলে দেওয়া থাকে যে কারা খেলবে।’ আগামী ১লা জুন থেকে  শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও বাংলাদেশ প্রথম মাঠে নামবে ৭ই জুন, শ্রীলঙ্কার বিপক্ষে।

বিজ্ঞাপন
টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই টাইগারদের জন্য হতাশার গল্প। তবে এবার ভারসাম্যপূর্ণ দলই বিশ্বকাপে পাঠানো হচ্ছে বলে বিশ্বাস পাপনের। বিসিবি সভাপতি বলেন, ‘স্কোয়াডে যারা আছে, প্রত্যেকের ওপর ভরসা আছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানে (দলে) যারা আছে তারা যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে ভালো করবে। সাধারণত তাদেরকে যে জন্য দলে নেওয়া হয়েছে, তারা যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে অবশ্যই ভালো করবে। আমার মনে হয় একটা ব্যালেন্সড টিম যাচ্ছে। সব কিছু নির্ভর করবে সেই দিন তারা কেমন খেলে তার ওপর। তারা যদি তাদের খেলাটা খেলতে পারে যেকোনো দলের সঙ্গে ভালো খেলা হবে।’ চলমান জিম্বাবুয়ে সিরিজে ওপেনার তানজিদ হাসান তামিমকে আরও আগ্রাসী হওয়ার পরামর্শ দিয়ে পাপন বলেন, ‘ওপেনিংয়ে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। ভালো হয়নি বলতে, যে প্রত্যাশা ছিল সে হিসেবে হয়নি। তবে যে জিনিসটা ভালো লেগেছে, আমাদের তাওহীদ হৃদয় ধারাবাহিকভাবেই খেলে যাচ্ছে। তানজিদ তামিমও খারাপ না, তবে আগ্রাসী হতে হবে। প্রথম থেকেই একটু মারতে হবে। জাকের আলীর খেলাও দেখলাম, তার খেলাও ভালো লেগেছে। মাহমুদউল্লাহ রিয়াদ তো অসাধারণ। মানে সে যেটা দেখাচ্ছে সেটা অসাধারণ। সাকিবও এখন জয়েন করবে, মোস্তাফিজও জয়েন করছে। সবকিছু মিলে ভালো কিছুই হবে।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status