ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সিলেটে আওয়ামী লীগের ৩ নেতার জয়, বিশ্বনাথে নাটকীয়তা

ওয়েছ খছরু, সিলেট থেকে
১০ মে ২০২৪, শুক্রবার
mzamin

উপজেলা নির্বাচনে সিলেটের বিশ্বনাথে নাটকীয়তা হয়েছে। রাত সাড়ে ১২টা পর্যন্ত রেজাল্ট আটকে ছিল। অবশেষে পৌনে একটার দিকে নির্বাচনী কর্মকর্তারা বিশ্বনাথে জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, বর্তমানে বহিষ্কৃত নেতা সুহেল আহমদ চৌধুরীকে জয়ী ঘোষণা করেন। এর আগে কয়েক হাজার মানুষ বিশ্বনাথ উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। এ সময় সেখানে মুখোমুখি হয়ে পড়েন প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীদের কর্মী-সমর্থকরা। মধ্যরাতের দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ইউএনও কার্যালয়ের বাইরের সড়কে। পরে পুলিশ লাঠিচার্জ করে উপস্থিত কর্মী-সমর্থকদের বাইরে সরিয়ে দেয়। এ সময় কয়েক হাজার মানুষ বিশ্বনাথ শহরে অবস্থান নেন। বিশ্বনাথে এবারের নির্বাচনে ১০ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগের ছিলেন ৬ জন ও ৪ জন বিএনপি’র বহিষ্কৃত নেতা।

বিজ্ঞাপন
ভোটের হিসেবে দেখা গেছে; বিশ্বনাথে মূল লড়াইয়ে ছিলেন আওয়ামী লীগ এডভোকেট গিয়াস উদ্দিন ও দুই বহিষ্কৃত বিএনপি নেতা সুহেল চৌধুরী ও মো. সেবুল মিয়া। এর মধ্যে সুহেল চৌধুরী জয়লাভ করেন। তবে খুব কাছাকাছি অবস্থান ছিল গিয়াস ও সেবুলের। নানা নাটকীয়তার পরে রাতে ফলাফল ঘোষণার পর পরিস্থিতি শান্ত হয়। তবে দিনভর বিশ্বনাথের দিকে চোখ ছিল পর্যবেক্ষকদের। তারা জানিয়েছেন, দলীয় ভোটের প্রভাবের কারণেই বিশ্বনাথে বিএনপি’র বহিষ্কৃত নেতা জয়ী হয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বিতায়ও ছিলেন আরেক বহিষ্কৃত নেতা। বরাবরের মতো কোন্দলের বলি হয়েছে বিশ্বনাথ আওয়ামী লীগ। একক প্রার্থী দিলে গেল নির্বাচনের মতো এবারো বিশ্বনাথ উপজেলা দখলে থাকতো আওয়ামী লীগের- এমনটি জানিয়েছেন তারা। রাত ৯টার ভেতরেই উপজেলার ৭৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৫টির ফলাফল মিলে যায়। কিন্তু এ সময় দুই চেয়ারম্যান প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে  খাজাঞ্চি ইউনিয়নের নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং অফিসার মো. বিল্লাহ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে আসেন। অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, নোয়ারাই কেন্দ্রে ভোট গণনা শেষে প্রিজাইটিং অফিসার তড়িঘড়ি করে ফলাফলের কাগজে কোনো এজেন্টের স্বাক্ষর না নিয়ে চলে আসেন। কিন্তু রাত ৯টা পর্যন্তও তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে না পৌঁছালে কর্মকর্তা তাকে পুলিশ পাঠিয়ে নিজ বাসা থেকে ডেকে আনেন। আসার পর তিনি নোয়ারাই কেন্দ্রের রেজাল্ট শিট উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে দিলে দেখা যায়, এতে কোনো এজেন্টের স্বাক্ষর নেই। এ ছাড়া অভিযোগ রয়েছে, কাগজে ভোটের সংখ্যা এবং গণনা শেষে কেন্দ্রে ঘোষণার সংখ্যার মধ্যে তারতম্য রয়েছে। এসব বিষয় নিয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে তিনি সকল চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে সমাধানের জন্য আলোচনা করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এদিকে সিলেট সদর, দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নেতারা। সিলেট সদরের বর্তমান চেয়ারম্যান আশফাক আহমদ এবার প্রার্থী হননি। এ কারণে প্রার্থী থাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সুজাত আলী রফিক সহজেই জয় পান। তবে, তাকে লড়াই করতে হয়েছে আওয়ামী লীগের একাংশের সমর্থিত প্রার্থী শামসুল ইসলাম টুনুর সঙ্গে। এ নিয়ে এ উপজেলায় কেন্দ্র দখল ও পাল্টা দখলের চেষ্টা চালানো হয়। পুলিশের সঙ্গেও ছাত্রলীগের কর্মীদের ধস্তাধস্তি হয়েছে। জাল ভোটের অভিযোগ তুলে চা বাগানের ভোটাররা ভোট বর্জন করেছিলেন। তবে, সুজাত আলী রফিক জয়ী হয়েছেন প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে। দক্ষিণ সুরমায় আওয়ামী লীগের দু’নেতার লড়াই হয়েছে। এর মধ্যে জয়ী হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম। তিনি পরাজিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদকে। এ নির্বাচনের পর থেকে দক্ষিণ সুরমা আওয়ামী লীগ দু’ভাগে বিভক্ত হয়ে গেছে বলে জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। গোলাপগঞ্জ আওয়ামী লীগ পূর্ব থেকে বিভক্ত। জয়ী প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম এ উপজেলার বর্তমান চেয়ারম্যান। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান উজ্জ্বল ও শাহিদুর রহমান চৌধুরী। বিজয়ী প্রার্থী এলিম প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status