ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিনোদন

‘জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’ শুরু

স্টাফ রিপোর্টার
১০ মে ২০২৪, শুক্রবার
mzamin

গত ৮ই মে দেশজুড়ে পালিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। এ উপলক্ষে গতকাল থেকে শুরু হয়েছে গানে গানে সাজানো ‘জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’। দীর্ঘ চার দশক ধরে পালিত হচ্ছে এই উৎসবটি। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানটি আগামী ১১ই মে পর্যন্ত চলবে। গতকাল সন্ধ্যা ৬টায় শুরু হয় ‘জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’-এর ৩৫তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদ বলেন, এবারের উৎসবটি আমাদের কাছে যেমন আনন্দের তেমনই বেদনার বার্তা বহন করে। আপনারা জানেন, কিংবদন্তি শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কলিম শরাফীর শততম জন্মবার্ষিকী ৮ই মে। আরেক সংগঠন রবিরাগ-এর প্রতিষ্ঠাতা আমাদের অত্যন্ত প্রিয় সাদি মহম্মদ চলে গেলেন এই তো সেদিন।

বিজ্ঞাপন
তাই পুরো উৎসবটি এবার তার প্রতি উৎসর্গ করছি আমরা। জানা যায়, শনিবার বিকাল ৫টায় শুরু হবে উৎসবের সমাপনী আয়োজন। এ সময় কবিতা আবৃত্তির পাশাপাশি থাকবে সাদি মহম্মদের গড়া সংগঠন রবিরাগের দলীয় পরিবেশনা।
 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status