ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

তিস্তা প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২২ অপরাহ্ন

mzamin

তিস্তা প্রকল্পে ভারত অর্থায়ন করতে আগ্রহী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করে তিস্তায় দেশটির অর্থায়নের আগ্রহের কথা জানান।

ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। তিস্তায় আমরা একটা বৃহৎ প্রকল্প হাতে নিয়েছি। ভারত সেখানে অর্থায়ন করতে চায়। আমি বলেছি, তিস্তায় যে প্রকল্পটি হবে সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী হবে। আমাদের প্রয়োজন যেন পূরণ হয়।

তিস্তায় ভারতের মতো চীনও অর্থায়ন করতে চাচ্ছে- এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যে এক্ষেত্রে সহায়তা করতে চাচ্ছে, সে বিষয় নিয়েই আজকে আলোচনা হয়েছে।

পাঠকের মতামত

@বিনয় ভূষণ দাশ , ১৯৭১ সালে ভারত আমাদের সাহায্য করেছিল ঠিকই।‌ সেটা অস্বীকার করছি না। পাকিস্তান তাদের চির শত্রু হবার কারনেই ভারত আমাদের সাহায্য করেছিল।‌ শত্রুকে ঘায়েল করার এমন সূবর্ন সুযোগ হাতছাড়া করবে এতো বোকা ভারত নয়।‌

Andalib
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৮:৫৫ অপরাহ্ন

ভারত তার প্রতিবেশী দেশগুলোকে কখনোই শান্তিতে থাকতে দিতে চায় না, তাদের উন্নয়ন সহ্য হয় না, তাই ভারত তিস্তা প্রকল্পে অর্থায়ন করবে বাংলাদেশের উন্নয়নের জন্য এটা হাস্যকর, ভারতের দালাল ছাড়া অন্য কারো পক্ষে এটা বিশ্বাস করার কথা না,

মোহাম্মদ
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৭:৩০ অপরাহ্ন

ভারত তিস্তা পরিকল্পনা নস্যাৎ করতে চায়। সে কারণে অর্থায়নের কথা বলে আজীবনের জন্য ঝুলিয়ে রাখবে। কোন অবস্থাতেই ভারতকে সুযোগ দেওয়া যাবে না।

Shafiqul Islam
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৬:৪৬ অপরাহ্ন

তিস্তা প্রকল্পে ভারত পানি ঘোলা করতে আসতে চায়। তিস্তা প্রকল্পের উদ্দেশ্যই হলো ভারত তিস্তার ন্যায্য হিস্যার পানি না দেয়ার কারণে। এই প্রকল্প বাদ দেয়া বা এই প্রকল্প থেকে বাংলাদেশকে সরিয়ে আনা গেলেই ভারতের লাভ।

জামশেদ পাটোয়ারী
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৫:৪১ অপরাহ্ন

তিস্তা প্রকল্পটি যথাযথ সম্পন্ন করতে ও সর্বোচ্চ সুবিধা পেতে হলে প্রকল্পের কাজ ভারতকে না দিয়ে চীনকে দেওয়াই সমীচীন মনে করি।ভারতকে দিলে বিভিন্ন দোহাই দিয়ে প্রকল্প যথা সময়ে সম্পন্ন না ও হতে পারে ।

Mohammad kibria khan
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৩:২৯ অপরাহ্ন

তাগুতের গোলামরা কি আর করবে ?

ruma
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৩:২৬ অপরাহ্ন

চীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এমনকি বাংলাদেশকে স্বীকৃতিও দেয়নি। বংগবন্ধুর মৃত্যুর পর বাংলাদেশ কে স্বীকৃতি দিয়েছিল।তাহলে তাঁদেরকে কিভাবে বিশ্বাস করা যায় যে ওরা আমাদের শুভাকাঙ্ক্ষী? বিপদের দিনে আমাদেরকে যে সাহায্য করে সেই আমাদের প্রকৃত বন্ধু।

বিনয় ভূষণ দাশ
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৩:২৫ অপরাহ্ন

অবশিষ্ট যা আছে, তাও থাকবেনা।

আগন্তুক
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৩:২২ অপরাহ্ন

ভারত আমাদের তিস্তার পানি দিচ্ছে না বলেই আমাদের তিস্তা প্রকল্প হাতে নিতে হয়েছে।‌ এখন ভারত যদি বলে তারা এটাতে অর্থায়ন করবে , তাহলে বুঝতে হবে এখানে তাদের কোন শয়তানি আছে ।

Andalib
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২:৫১ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

১০

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status