ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

‘বুড়ো’ হুমেলসের চমক

স্পোর্টস ডেস্ক
৯ মে ২০২৪, বৃহস্পতিবার
mzamin

ডর্টমুন্ড সবশেষ চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলেছিল ২০১৩ সালে, ওয়েম্বলিতে হেরেছিল বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আর ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিজেদের একমাত্র শিরোপাটি তারা জিতেছিল ১৯৯৭ সালে, মিউনিখের ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে। আবারো বড় হাতছানি তাদের সামনে। ফরাসি জায়ান্ট পিএসজিকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে তারা। ডর্টমুন্ডের এবারের চমক ম্যাট হুমেলস। প্যারিসে ৩৫ বছর বয়সী ডিফেন্ডারের গোলে জয় পায় জার্মান দলটি। 

ম্যাচের ৫০তম মিনিটে সতীর্থের কর্নারে হেডে গোল করে দুই লেগ মিলিয়ে ডর্টমুন্ডকে ২-০ গোলে এগিয়ে নেন হুমেলস। সেমিফাইনালের দুই লেগেই ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠলো তার হাতে। ২০১৮ সালের অক্টোবরে আয়াক্স আমস্টারডামের বিপক্ষে গোলের পর এই প্রথম চ্যাম্পিয়নস লীগে জালের দেখা পেলেন তিনি।  প্রতিযোগিতাটির সেমিফাইনালে হুমেলসের চেয়ে (৩৫ বছর ১৪৩ দিন) বেশি বয়সে গোলের কীর্তি আছে কেবল ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েলশ উইংগার রায়ান গিগস (৩৭ বছর ১৪৮ দিন, ২০১১ সালে) ও ইন্টার মিলানের বসনিয়ান ফরোয়ার্ড এডিন জেকোর (৩৭ বছর ৫৪ দিন, গত মৌসুমে)। 

ঘরোয়া প্রতিযোগিতায় এবার মৌসুমটা ভালো কাটেনি ডর্টমুন্ডের। জার্মান কাপে তাদের পথচলা থামে শেষ ষোলোয়।

বিজ্ঞাপন
দুই রাউন্ড বাকি রেখে বুন্ডেসলিগার টেবিলে তারা আছে পাঁচ নম্বরে। চ্যাম্পিয়ন্স লীগেও তাদের শুরুটা ভালো ছিল না। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে পিএসজির মাঠেই হেরেছিল ২-০ গোলে। অন্যদিকে, মৌসুমে এরই মধ্যে দুটি শিরোপা জেতা পিএসজি চার ট্রফির আশায় ছিল। একটির আশা শেষ হয়ে গেল ফাইনালের আগেই। 
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status