ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

হকি লীগের শিরোপা নির্ধারণী প্লে-অফ কবে?

স্পোর্টস রিপোর্টার
৯ মে ২০২৪, বৃহস্পতিবার
mzamin

হকি লীগের শিরোপা নির্ধারণী প্লে-অফ নিয়ে জটিলতা কাটছেই না। হকি ফেডারেশন দ্বিতীয় দফায় দুই ক্লাব আবাহনী ও মেরিনার্সকে প্লে-অফ খেলতে দুটি তারিখ উল্লেখ করে (১০ ও ১৩ই মে) চিঠি দেয় ফেডারেশন। দুই ক্লাবই প্রায় একই রকম ভাষায় চিঠি দিয়ে প্লে-অফ খেলতে অস্বীকৃতি জানিয়েছে। আবাহনী জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে দলকে প্রস্তুত করে বিদেশি খেলোয়াড় এনে প্লে অফ খেলা তাদের পক্ষে সম্ভব না। অপরদিকে ফেডারেশন নির্ধারিত সময়ে খেলতে অপারগতার পাশাপাশি প্লে-অফে খেলতে আর্থিক সহযোগিতা চেয়েছে মেরিনার্স।

প্রিমিয়ার হকি লীগের সুপার সিক্স শেষ হয়েছে গত ১৯শে এপ্রিল। সুপার সিক্স শেষে আবাহনী ও মেরিনার্সের পয়েন্ট দাড়ায় সমান ৩৭। বাইলজ অনুযায়ী পয়েন্ট সমান হওয়াতে শিরোপা নিস্পত্তিতে প্লে-অফ খেলতে হবে দুই দলকে। তাই দুই দলকে ২১শে এপ্রিল প্লে অফ খেলতে চিঠি দেয় ফেডারেশন। দুই দলের একাধিক খেলোয়াড় বিমান বাহিনীর হয়ে ভারতে যাওয়া শিরোপা নিস্পত্তির ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে পরবর্তী সময়ে খেলার কথা বলে তারা। ভারত থেকে দুই দলের খেলোয়াড়রা ফেরায় আবাহনী-মেরিনার্সকে প্লে অফ খেলতে ফের চিঠি দেয় ফেডারেশন।

বিজ্ঞাপন
আবাহনী-মেরিনার্স দুই দলেই বিদেশি খেলোয়াড় ছিল। বিদেশি খেলোয়াড়রা এখন নিজ নিজ দেশে। বিদেশি খেলোয়াড় আনা, অনুশীলনের প্রস্তুতিসহ নানা বিষয় বিবেচনা করে ফেডারেশন সাত দিন সময় দিয়েছে দুই ক্লাবকে। প্লে অফের জন্য এই সাতদিন যথেষ্ট নয় জানিয়ে আবাহনীর হকি কমিটির যুগ্ম সম্পাদক মাহবুব এহসান রানা বলেন, ‘ক্যাম্প বন্ধ খেলোয়াড়রা অনুশীলনে নেই। তাছাড়া নতুন করে বিদেশি এনে প্রস্তুতি নিতে আমাদের কমপক্ষে ১৫ দিন সময় প্রয়োজন। যে কারণে এই অল্প সময়ে আমাদের পক্ষে প্লে-অফ খেলা সম্ভব নয় জানিয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছি। এখন লীগ কমিটির পরবর্তী সভায় ফেডারেশন তাদের করণীয় ঠিক করবে। তবে আমরা আগেও বলেছি, এখনো বলছি আবাহনী প্লে-অফ খেলতে  চায়।’ প্রায় একই রকম ভাষ্য মেরিনার্সের। দলটির সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা বলেন, ‘বিদেশি খেলোয়াড় নিবন্ধনের কোটা শেষ। অন্যদের আনার সুযোগ নেই। সেই নিবন্ধিত খেলোয়াড়রা অন্য দেশে ও নিজ দেশের ভিন্ন দায়িত্বে রয়েছেন। তাদের ছুটি পাওয়া, ভিসা করানো সময় ও ব্যয় সাপেক্ষ। তাছাড়া এটা চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচ, সুতরাং সেই ম্যাচের প্রস্তুতির জন্য বিশেষ সময় প্রয়োজন।’ মেরিনার্স তাদের চিঠিতে ফেডারেশন নির্ধারিত সময়ে খেলতে অপারগতার পাশাপাশি প্লে-অফে খেলার জন্য আর্থিক সহযোগিতার কথাও উল্লেখ করেছে। এ প্রসঙ্গে ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ফেডারেশনের কাছে আর্থিক সহায়তার অনুরোধ করছি।’ হকি লীগে প্লে-অফের নজির নেই। দুই দল সমঝোতায় শিরোপা ভাগাভাগির নজির আছে। এবার ঢাকা মোহামেডান যুগ্ম শিরোপা পদ্ধতি রুখতে কঠোর অবস্থানে, অন্য দিকে ফেডারেশনও প্লে-অফ আয়োজনে সচেষ্ট। বিষয়টি জানিয়ে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদ বলেন, ‘আমরা দুই ক্লাবে চিঠি দিয়েছি প্লে অফ খেলার। তারা দ্বিতীয় দফা চিঠি দিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। দ্রুতই আমরা লীগ কমিটির সভাতে বসে পরবর্তী করণীয় ঠিক করবো।’  

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status