ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

১৫ বছর পর রানার্সআপ মোহামেডান

স্পোর্টস রিপোর্টার
৭ মে ২০২৪, মঙ্গলবার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে লম্বা সময় ধরে শিরোপার দেখা পায় না ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। সর্বশেষ শিরোপা জিতেছে ২০০৭-০৮ মৌসুমে! পরের বছর ২০০৮-০৯ মৌসুমে হয় রানার্সআপ! তার পর ১৫ বছরে শিরোপা দূরের কথা, রানার্সআপের মর্যাদাও পাচ্ছিল না দেশের অন্যতম জনপ্রিয় ক্লাবটি। তবে দীর্ঘ বিরতির পর কিছুটা আক্ষেপ ঘুচিয়েছে তারা। এবারের প্রিমিয়ার লীগে রানার্সআপ হলো মোহামেডান। গতকাল বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৫৩ রানে হারায় দলটি। সাভারে বিকেএসপি-৩ মাঠে ওয়াইসি সিদ্দিকী ও হাবিব মোল্লার বোলিংয়ে মোহামেডান ১৭৬ রানে অলআউট হয়ে যায়। জবাবে ১২৩ রানে গুঁড়িয়ে যায় গাজী গ্রুপের ইনিংস। ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে গাজী গ্রুপ। দলের কেউই বড় কোন ভূমিকা রাখতে পারেননি। টপ অর্ডার, মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৩২.১ ওভারে ১২৩ রানে অলআউট হয় তারা।

বিজ্ঞাপন
সর্বোচ্চ ২৯ রান আসে মাসুম খান টুটুলের ব্যাট থেকে। মেহেদী মারুফ ও প্রীতম কুমারের ব্যাট থেকে আসে ২৩ রানের ইনিংস। মোহামেডানের বোলারদের মধ্যে নাঈম হাসান তিন উইকেট নেন। এছাড়া মুশফিক হাসান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ প্রত্যেকে নেন দুটি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মোহামেডানও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৬৩ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল। মেহেদী হাসান মিরাজের ৪৪ রানের ইনিংসে ভর করে মোহামেডান কোনও রকমে ১৭৬ রানের সংগ্রহ দাঁড় করায়। মোহামেডানের ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস। শেষ দিকে নাঈম হাসান ৩২ বলে ২২ রান করে মোহামেডানের স্কোরকে দেড়শ পেরুতে ভূমিকা রাখেন। গাজীর বোলারদের মধ্যে ওয়াইসি ৪২ রানে নেন চার উইকেট। এছাড়া হাবিব মেহেদী নেন তিন উইকেট।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status