ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনাল আজ

এগারো বারের চ্যাম্পিয়ন মোহামেডানের মুখোমুখি পুলিশ

স্পোর্টস রিপোর্টার
৭ মে ২০২৪, মঙ্গলবার

ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল মাঠে গড়াচ্ছে আজ। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে বিকাল ৩টায় গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে জিতে ফাইনালের টিকিট কাটতে চায় বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। অপরদিকে পুলিশ ফুটবল ক্লাবের প্রত্যাশা প্রথমবারের মতো ফাইনালে নাম লিখিয়ে নতুন ইতিহাস রচনার। ফেডারেশনকাপে এবারই প্রথম দেখা হতে যাচ্ছে পুলিশ-মোহামেডানের। তবে কিছুদিন আগেই (২৭ এপ্রিল) লীগে দেখা হয়েছে এই দুই দলের। যেখানে সাদা-কালোদের সঙ্গে দারুণ লড়াই করেছে পুলিশ ফুটবল ক্লাব। লীগের ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মোহামেডান। পুলিশের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। তাই আজকের ম্যাচে মোহামেডানকে আরও সাবধানী হতে হবে।

বিজ্ঞাপন
কারণ এই ম্যাচে যে দল হারবে তাকেই বিদায় নিতে হবে। ফেডারেশনকাপে মোহামেডান কোনও নতুন দল নয়। তাদের আছে পুরানো সাফল্যের ইতিহাস। চীরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর পর সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ডটি সাদা-কালোদের। এখন পর্যন্ত ফেডারেশনকাপে মোট ১১ টি শিরোপা জিতেছে মোহামেডান। আবাহনী জিতেছে ১২ টি। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও মোহামেডান। গত আসরের ফাইনালে আবাহনীকে হারিয়ে শিরোপা জিতে তারা। এছাড়াও ৪ টি আসরে রানার্স আপও হয় মোহামেডান। এবারের মৌসুমে মোহামেডান স্বপ্ন দেখাচ্ছে ভালো কিছু উপহার দেয়ার। কারণ লিগেও দুর্দান্ত পারফরম্যান্স করছে আলফাজ আহমেদের শিষ্যরা। টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। যদিও গত দুই ম্যাচে কিছুটা ছন্দপতন ঘটেছে। তবে পুলিশের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়ার প্রত্যাশা সাদা-কালোদের। ফেডারেশন কাপের এবারের আসরে মোহামেডান এসেছে ‘বি’ গ্রুপ থেকে। চার দলের এই গ্রুপটিকে এবার বলা হচ্ছিলো ডেথ গ্রুপ। যেখানে চীরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী হয়েছে গ্রুপের রানার্স আপ। মোহামেডান হয়েছে চ্যাম্পিয়ন। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছিল ২-১ গোলের ব্যবধানে। এরপর একই ব্যবধানে জয় পায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। অন্যগ্রুপে তিন দল হওয়াতে তারা দু’টি করে ম্যাচ খেললেও ‘বি’গ্রুপে চারদল হওয়াতে প্রতিটি দলকেই তিনটি করে ম্যাচ খেলতে হয়েছে। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মোহামেডান চীরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে ২-১ গোলের ব্যবধানে হারায়। তিনটি জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে নাম লেখায় ঐতিহ্যবাহীরা। অন্যদিকে পুলিশ ফুটবল ক্লাবের ফেডারেশনকাপে খেলার অভিজ্ঞতাটা খুব বেশি সময়ের নয়। ২০১৯ সালে ফেডারেশন কাপে প্রথমবার অংশগ্রহণ করে তারা। সেবার সেমিফাইনালে খেলেছিল পুলিশ। শক্তিধর বসুন্ধরার সামনে ঐ ম্যাচে মাথা তুলে দাড়াতে পারেনি। তাই ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছিল ক্লাবটি। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে সেটিই পুলিশের সর্বোচ্চ প্রাপ্তি। এরপর দুই মৌসুমে গ্রুপ পর্বই পার হতে পারেনি পুলিশ। প্রায় ৫ বছর পর আবারও সেমিফাইনালে খেলছে তারা। দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে ১৪ মে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। যেখানে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। যেহেতু সেমিফাইনালে আবাহনী-মোহামেডান দুই দলই খেলছে। তাই দুই দলের সমর্থকদের প্রত্যাশা গত আসরের মতোই ফাইনালে আবারো দেখা হোক দুই চীরপ্রতিদ্বন্দ্বীর। তবে তার জন্য আগে তো সেমিফাইনালের বাধা পার হতে হবে। এখন দেখা যাক সমর্থকদের প্রত্যাশা পূরণে কতটা সমর্থ হয় দুই ঐতিহ্যবাহী ক্লাব। টুর্নামেন্টের ফাইনাল হবে ২১শে মে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে।  

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status