ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

অপহরণের ১০ দিনেও উদ্ধার হয়নি সেই স্কুলছাত্রী

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
৬ মে ২০২৪, সোমবার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অষ্টম শ্রেণীর ছাত্রীকে (১৪) অপহরণের ১০ দিন পেরিয়ে গেলেও ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।  গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের এ ঘটনা ঘটে। অপহৃত ওই ছাত্রী উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরমজিদ গ্রামের মো. গিয়াস উদ্দিনের মেয়ে সুমাইয়া আক্তার মুক্তা। অভিযুক্ত মো. রায়হান (১৮) একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব চরমজিদ গ্রামের আবুল কাশেম কালু ব্যাপারীর ছেলে। জানা গেছে, অপহৃত ছাত্রী স্থানীয় হাবিবিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মো. রায়হান একই স্কুলের দশম শ্রেণির ছাত্র। রায়হান বাহিনী বিভিন্ন সময় ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার সময় প্রেম নিবেদনসহ বিভিন্ন প্রলোভন দেখাতো। পরে কৌশলে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে ওই ছাত্রীকে নগদ ২ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণসহ রাকিব, কালু  সহ অগ্যাত আরো ৩ জন সহ অপহরণ করে নেয়। অপহৃত ছাত্রীর বাবা গিয়াস উদ্দিন বলেন, দশ দিন হয়েছে আমার মেয়েকে আমরা পাই না। এটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি।

বিজ্ঞাপন
আমার মেয়ের বয়স ১৪ বছর, অপহরণকারীর বয়স ১৮ বছর। আমার মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আর অপহরণকারী দশম শ্রেণির শিক্ষার্থী।  

অভিযুক্ত ছেলের পরিবার বলতেসে আমাকে থানা থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য জন্য। মেয়ে ও ছেলে নাকি আদালতের মাধ্যমে বিয়ে করেছে।  অভিযুক্ত স্কুলছাত্র রায়হানের বাবা আবুল কাশেম কালু ব্যাপারী বলেন, আমার ছেলের সাথে আমি রাগ করে কথা বলি না। ফেসবুকে পোস্ট দিয়ে তারা বিয়ে করার কথা জানাইসে। শুনেছি ছেলে মেয়ে নাকি টুমচর আছে। আমার ছেলের সেদিন ১০৪ ডিগ্রী জ্বর ছিল। কি কারণে তারা এসব করলো আমার জানা নাই। অভিযোগের তদন্ত কর্মকর্তা চরজব্বর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আমরা ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা করছি। দুই পরিবারের সাথে আমার যোগাযোগ আছে। তারা নাকি বিয়ে করেছে। ফেসবুকে ছবি দিয়েছে। নোয়াখালী নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব জামাল হোসেন বিষাদ বলেন, অপ্রাপ্ত বয়স্ক দুইজন ছেলে মেয়েকে কিভাবে কোর্টের মাধ্যমে বিয়ে দিলো তা খতিয়ে দেখা দরকার। তাদের এখন বয়স কম নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেওয়ার সক্ষমতা হয়নি। চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানে গিয়েছি। অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃত ছাত্রীকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি খুব দ্রুত আমরা উদ্ধার করতে পারব।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status