ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

কানাডায় ৩ ভারতীয় যুবককে গ্রেপ্তার নিয়ে জয়শঙ্কর যা বললেন

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৫ মে ২০২৪, রবিবার, ২:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

শিখ নেতা হরদিপ সিং নিজার হত্যায় জড়িত সন্দেহে কানাডায় গ্রেপ্তার তিন ভারতীয় যুবক সম্পর্কে তথ্য চায় ভারত। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তিনি এই গ্রেপ্তারের খবর দেখেছেন। তিনি বলেছেন, সন্দেহজনক ওই ভারতীয়দের কোনো ধরনের গ্যাং ব্যাকগ্রাউন্ড আছে বলে মনে হচ্ছে। তবু (কানাডার) পুলিশের তরফ থেকে আমরা তথ্য পাওয়ার অপেক্ষা করছি। আমাদের উদ্বেগের যে বিষয়টি তাদেরকে (কানাডা) বলেছি, তা হলো তারা ভারত থেকে, বিশেষ করে পাঞ্জাব থেকে সংগঠিত অপরাধকে অনুমোদন দিচ্ছে কানাডায় কার্যক্রম পরিচালনার জন্য।

ওদিকে শনিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডো স্বীকার করেছেন কানাডায় শিখ সম্প্রদায় আতঙ্কের মধ্যে আছে। শিখ নেতা নিজারকে হত্যায় তিন যুবককে গ্রেপ্তারের পর তিনি আইনের শাসনের ওপর জোর দিয়েছেন। বলেছেন, ন্যায়বিচারের ওপর আস্থা রাখতে হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, এএফপি। 

উল্লেখ্য, গত বছর ১৮ই জুন কানাডার ভ্যানকোভারে একটি গুরুদুয়ারের বাইরে অস্ত্রধারীরা গুলি করে হত্যা করে শিখ নেতা হরদিপ সিং নিজারকে। এর কয়েক মাস পরে বিষয়টি ভারতকে প্রকাশ্যে জানায় কানাডা। অভিযোগ করে এতে ভারতের গোয়েন্দা সংস্থা, এমনকি সরকার সরাসরি জড়িত।

বিজ্ঞাপন
এ অভিযোগকে উদ্ভট, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে ভারত। এই ঘটনায় কূটনৈতিক উত্তেজনা চরমে ওঠে। দুই দেশই একে অন্যের কূটনীতিকদের বহিষ্কার করে। এক কথায় কূটনৈতিক সম্পর্কে অচলাবস্থা দেখা দেয়। তা আস্তে আস্তে শিথিল হয়ে এলেও গত শুক্রবার ওই হত্যায় জড়িত থাকার সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করে কানাডা। তারা হলেন করণ ব্রার (২২), কামালপ্রীত সিং (২২) ও করনপ্রীত সিং (২৮)। তাদের ছবিও প্রকাশ করা হয়। বলা হয় এরা ভারতীয়। 
এরপরই শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ নিয়ে কথা বলেন। তিনি গ্রেপ্তার করা যুবকদের সম্পর্কে তথ্য চান কানাডার কাছে। ওদিকে কানাডায় ভারতীয় হাই কমিশনার সঞ্জয় বর্মা বলেন, গ্রেপ্তার করা তিন ভারতীয় সম্পর্কে কানাডা কর্তৃপক্ষের তরফ থেকে নিয়মিত আপডেট তথ্য পাওয়ার আশা করি। তিনি বলেন, আমি বুঝতে পারি যে, কানাডার আইন প্রয়োগকারী এজেন্সি তদন্তের ফল হিসেবে এদেরকে গ্রেপ্তার করেছে। এটা কানাডার অভ্যন্তরীণ বিষয়। ফলে এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। 

ওদিকে টরোন্টোতে শিখ সম্প্রদায়ের এক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, কানাডার শিখ সম্প্রদায় অস্বস্তি এবং সম্ভবত আতঙ্কিত বোধ করছেন। তবে তাদেরকে ন্যায়বিচারের প্রতি আস্থা রাখার আহ্বান জানাই। আমাদেরকে শান্ত থাকতে হবে। গণতান্ত্রিক মূলনীতি এবং ন্যায়বিচারের প্রতি আমাদেরকে অবিচল থাকতে হবে। তিনি আরও বলেন, এই গ্রেপ্তার খুব গুরুত্বপূর্ণ। এর কারণ, শক্তিশালী এবং স্বাধীন বিচার ব্যবস্থার সঙ্গে কানাডায় আইনের শাসন আছে। একই সঙ্গে সব নাগরিককে সুরক্ষিত রাখার মৌলিক প্রতিশ্রুতি আছে। 

ওদিকে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে আরেক শিখ নেতা পান্নুনকে হত্যার ছক ভণ্ডুল করে দেয় গোয়েন্দারা। অভিযোগ করা হয়, চেক প্রজাতন্ত্রে অবস্থানকারী এক ভারতীয় নাগরিক এই শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status