ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় সাইফউদ্দিন

স্পোর্টস রিপোর্টার
৫ মে ২০২৪, রবিবার
mzamin

এক ম্যাচে তিন পারফর্মার- তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইউদ্দিন ও তানজিদ হাসান তামিম। এমন দিন শেষ কবে দেখেছে বাংলাদেশ ক্রিকেট, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা কিছুটা হলেও মুশকিল। জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তবে সাইফউদ্দিন-তামিমের পারফর্মেন্স আরও বেশি স্বস্তিদায়ক। দলে তাসকিনের জায়গা নিশ্চিত হলেও এই দুজনের জন্য চ্যালেঞ্জটা বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার। আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচেও বাড়তি নজর থাকবে কয়েকজনের ওপর। বেশ সম্ভাবনা নিয়েই জাতীয় দলে অভিষেক হয় সাইফউদ্দিনের। কিন্তু টানা বাজে পারফর্মেন্স আর ফিটনেস ইস্যুতে অনিয়মিত হয়ে পড়েন তিনি। গত বিশ্বকাপের আগে প্রাথমিক দলে থাকলেও বাদ পড়েন পারফর্মেন্সের কারণে।

বিজ্ঞাপন
এরপর গত বিপিএলে ভালো করে সুযোগ পান এই সিরিজে। সেখানে প্রথম ম্যাচেই ৩ উইকেট শিকার করে দারুণ প্রত্যাবর্তন করেন এই পেস বোলিং অলরাউন্ডার। দরজায় কড়া নাড়ছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার সেটাকেই পাখির চোখ করেছেন তিনি। প্রথম ম্যাচ শেষে সাইফউদ্দিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক মাঠে ফিরলাম। আমার জন্য বিষয়টা কঠিন ছিল।

 যদি আমি বিশ্বকাপের দলে সুযোগ পেতে চাই, আমার জন্য এই পারফরম্যান্সটার বিকল্প নেই। এর আগে ২০২১-২২ (২০২২) বিশ্বকাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এ জন্য অনেক সিরিয়াস ছিলাম। পারফর্ম করতে চাচ্ছিলাম।’ সিরিজের প্রথম ৩ ম্যাচে না থাকলেও শেষ দুই ম্যাচে ফিরবেন মোস্তাফিজুর রহমান। সেক্ষেত্রে একাদশ থেকে বাদও পড়তে পারেন সাইফউদ্দিন। তবে সেসব না ভেবে নিজেকে ছাড়িয়ে যেতে চান তিনি। ডানহাতি এই পেসার বলেন, ‘আমার জন্য ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু দুই ম্যাচ পরে ফিজ আসবে। একাদশ কী হবে না হবে, ম্যানেজমেন্ট জানে। আমি চেষ্টা করেছি ভালো করার। আরও ভালো করতে পারলে ভালো লাগত। আরও ৪টা ম্যাচ বাকি। নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব।’ লিটন কুমার দাস দীর্ঘদিন ফর্মে নেই। চলতি সিরিজের প্রথম ম্যাচেও করেন মাত্র ১ রান। সৌম্য সরকার লড়ছেন চোটের সঙ্গে। ফলে বিকল্প ওপেনার প্রয়োজন পড়বে বাংলাদেশের। সেক্ষেত্রে প্রথম পরীক্ষায় পাশ করা তানজিদ হাসান তামিম বিশ্বকাপের টিকিট পেয়েও যেতে পারেন। টি-টোয়েন্টিতে অভিষেকেই স্ট্রোকের ফুলঝুড়ি ছুটিয়ে ৪৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬৭ রান করেন এই বাঁহাতি ব্যাটার। তবে সিরিজের বাকি আরও ৪ ম্যাচ, যুক্তরাষ্ট্রের প্লেনে উঠতে তামিমকে তাই আরও অন্তত গোটা দুয়েক ম্যাচে পারফর্ম করতে হবে। ম্যাচ শেষে সুযোগ কাজে লাগানোয় তামিমকে বাহবা দেন সাইফউদ্দিন। 

তিনি বলেন, ‘হ্যাঁ, প্রথম ম্যাচ হিসেবে সে (তানজিদ) যে রকম আগ্রাসী ব্যাট করেছে, সত্যিই প্রশংসনীয়। হয়তো সৌম্য ভাই ফিট থাকলে ও সুযোগ পেত না। ও সুযোগটা কাজে লাগিয়েছে। আশা করব, পরের চারটা ম্যাচেও যেন ধারাবাহিক থাকে।’ যদিও এখনই বিশ্বকাপ নিয়ে চিন্তা করছেন না তামিম। ম্যাচ শেষে ব্রডকাস্টারদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সামনে বিশ্বকাপ না কী আছে, তা নিয়ে চিন্তা করি না। সব সময় বর্তমানে থাকার চেষ্টা করি। আমি শুধু আমার স্বাভাবিক ব্যাটিংটাই করেছি। আমি আমার স্বাভাবিক খেলাটা খেলেছি। আমি সাধারণত যে জায়গায় বল পেলে শট খেলি, ঠিক তাই করেছি। ইতিবাচক থাকার চেষ্টা করি।’ বোলারদের দাপুটে পারফর্মেন্সে জিম্বাবুয়েকে ১২৪ রানে আটকে রেখে বাংলাদেশও শুরুতে স্বস্তিতে ছিল না। শুরুতে লিটন ফেরার পর রানের গতি ছিল অনেক কম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করেন ১০০ এর কম স্ট্রাইকিং রেটে! ২৪ বলে ২১ রান আসে তার ব্যাট থেকে। তামিম পরে খোলস ছেড়ে বের হলেও শুরুতে তিনিও ছিলেন অস্বস্তিতে। টি-টোয়েন্টিতে পুরো বিশ্ব যেখানে শুরু থেকেই আক্রমণ করছে সেখানে  এমন কৌশল বিশ্বকাপে বিপাকে ফেলতে পারে টাইগারদের। যদিও ৪ নম্বরে নেমে মাত্র ১৮ বলে ৩৩ রানের ক্যামিও খেলে সামর্থ্যের জানান দেন তাওহীদ হৃদয়।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status