ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

সিটি অধিনায়ককে সৌদি লীগে দেখতে চান তার স্ত্রী

স্পোর্টস ডেস্ক
৫ মে ২০২৪, রবিবার
mzamin

ম্যানচেস্টার সিটির অধিনায়ক কাইল ওয়াকার এবার সৌদি লীগে খেলতে ম্যানসিটি ছাড়বেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। মৌসুম শেষে তাকে আর না-ও পেতে পারে পেপ গার্দিওলার দল। জুনে শুরু হতে যাওয়া ইউরোতে ইংল্যান্ড দলের অন্যতম সদস্য ওয়াকার নিজের ভবিষ্যত সম্পর্কে এখনই কোনো নিশ্চয়তা দেননি। ২০১৭ সালে পেপ গার্দিওলা ক্লাবে এসেই টটেনহ্যাম থেকে উড়িয়ে আনেন এই তারকাকে।  নিজের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই সৌদি আরবে ভবিষ্যৎ গড়তে চান ওয়াকার। প্রিমিয়ার লীগের পরপরই চার সন্তানকে সঙ্গে নিয়ে সৌদি আরবে অবসর কাটাতে যাবেন ইংলিশ তারকা। তখনই হতে পারে সৌদি কোনো ক্লাবের সঙ্গে চুক্তি সম্পাদন।  সৌদি লীগে খেলছেন ম্যান সিটির সাবেক সতীর্থ আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজ, তার সঙ্গে নিজের ভবিষ্যত সম্পর্কে কথা বলেছেন ম্যানসিটি অধিনায়ক। ১৩০ বছরের ইতিহাসে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ৪টি প্রধান কাপ জয়ের হাতছানি ম্যানচেস্টার সিটির। সৌদি কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করার সঙ্গে সঙ্গে শেষ হবে গার্দিওলা-ওয়াকারের দীর্ঘ এই সফল জুটি।

বিজ্ঞাপন
ক্লাব ছাড়ার এই সিদ্ধান্তের পেছনে ভুমিকা রাখছেন ওয়াকারের স্ত্রী অ্যানি কিলনার। অ্যানি এক্ষেত্রে নিজের সন্তানদের ভবিষ্যতকেই প্রাধান্য দিচ্ছেন। সৌদি লীগে খেলতে থাকা সাবেক সতীর্থ মাহরেজ ম্যান সিটি ছেড়েছিলেন পেপ গার্দিওলার অধীনে ট্রেবল জেতার পরপরই। পেপ গার্দিওলার অধীনে কাইল ওয়াকার ৫টি প্রিমিয়ার লীগ জয় ছাড়াও ২টি এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লীগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন। মাউরিসিও পচেত্তিনোর সাবেক এই শিষ্যকে ভালোভাবেই ব্যবহার করেছেন গার্দিওলা। মৌসুম শেষে ক্লাব ছাড়ার ব্যাপারে মানসিক চাপ ও স্ত্রীর ভাবনা নিয়ে কথা বলেছেন ওয়াকার। তিনি বলেন,  ‘আমি জানি না অ্যানি কী ভাবছে, আমি সিদ্ধান্ত নিতে মানসিক চাপের মধ্যে আছি, শেষ পর্যন্ত কি হবে তা এখনই বলতে পারছি  না।’ গত বছরের আগস্টে ম্যানসিটির অধিনায়ক হওয়া কাইল ওয়াকারের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে ক্লাবের।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status