ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

রাজনীতি

৮ মে থেকে জেলাভিত্তিক কর্মী সম্মেলন করবে ছাত্রদল

স্টাফ রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ৩ মে ২০২৪, শুক্রবার, ৮:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০০ পূর্বাহ্ন

mzamin

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে চলমান লড়াইকে আরও বেগবান করতে দেশজুড়ে সকল জেলা ইউনিটের কর্মী সম্মেলন করবে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রথম পর্যায়ে আগামী ৮ মে থেকে রাজশাহী বিভাগে ৪টি ধাপে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এরমধ্যে আগামী ৮ মে সিরাজগঞ্জ জেলায়, ৯ মে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মহানগর-রাজশাহী জেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায়, ১০ মে নওগাঁ ও জয়পুরহাট জেলায় এবং ১১ মে পাবনা জেলায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার সুমহান ব্রত নিয়ে সংগ্রামী পথচলা শিক্ষা, ঐক্য, প্রগতির ঝান্ডাবাহী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চলমান লড়াইকে আরও বেগবান করার লক্ষ্যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিক্রমে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশজুড়ে সকল জেলা ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 

কর্মী সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন বলেও বিবৃতিতে জানানো হয়।

পাঠকের মতামত

কিছু দিনের জন্য নয়াপল্টন কেন্দ্রীয় অফিস বন্ধ রাখুন। না হয় কেন্দ্রীয় অফিসে “সাংগঠনিক কার্যক্রম” বন্ধ রেখে বক্তব্য, বিবৃতির জন্য রাখুন। বিভাগগুলোতে “স্বাধীন কর্মসূচী” পালনে ক্ষমতা দিন। বিভাগীয় নেতৃত্ব বিভাগ দেখবে, জেলা, উপজেলা ও ইউনিয়ন স্বস্ব সাংগঠনিক এলাকা দেখবে। কেন্দ্রীয় নেতৃত্বের উচিত নয় ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠণ ও বহিষ্কার করা।

Azad Abdullah Shahid
৩ মে ২০২৪, শুক্রবার, ৮:৪৭ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status