ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিনোদন

ধর্মান্তরিত হবার ঘোষণা, একদিন পরই ক্ষমা চাইলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ৩ মে ২০২৪, শুক্রবার, ১১:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

mzamin

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দর ভাগনি অভিনেত্রী রাগিনি খান্না। কয়েক দিন আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন খ্রীষ্টান ধর্মে ধর্মান্তরিত হবেন। কিন্তু একদিনপরই নিজের ধর্মে ফেরার কথা জানিয়ে দেন এই অভিনেত্রী। 

নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে একটি পোস্ট দিয়ে সেখানে লিখেছিলেন, আমি ঘোষণা করছি যে, এখন থেকে খ্রিষ্টান ধর্মের ঐতিহ্য, রীতিনীতি অনুসরণ করব। তার এমন পোস্ট এ নেটদুনিয়ায় রীতিমত হইচই পড়ে গিয়েছিল। আর তাই সেই পোস্ট দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে আরেকটি ভিডিও পোস্ট করেন তিনি। 

সেখানে বলেন, আমি রাগিনি খান্না। আমি আমার পূর্বের রিলস ভিডিওর জন্য ক্ষমা চাইছি। যাতে আমি খ্রিষ্টান ধর্ম গ্রহণের কথা জানিয়েছিলাম। আমি পুনরায় আমার শিকড়ে ফিরে এসেছি। এখন থেকে কট্টর হিন্দু সনাতন ধর্ম অনুসরণ করব।

উল্লেখ্য, ২০০৮ সালে ভারতীয় টিভি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন রাগিনি। এরপর থেকে অনেক সিরিয়ালেই কাজ করেছেন তিনি।

বিজ্ঞাপন
২০১১ সালে রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘টিন থাই ভাই’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। বর্তমানে একাধারে মডেল-অভিনেত্রী এবং সঞ্চালকের কাজ করছেন তিনি।

পাঠকের মতামত

উভয় দিক থেকে ‍বুঝা গেল তারা আস্থা রাখতে পারছে না। সুতরাং সঠিক ও সত্য ধর্মের অন্বেষনে আছে,,দুর্বলতার বহিঃপ্রকাশ।

আকাশ চৌধুরী
৪ মে ২০২৪, শনিবার, ১:৪৬ অপরাহ্ন

বুঝে বা না বুঝে নিজ ধর্ম ত্যাগের এমন হঠকারী একটি সিদ্ধান্ত গ্রহণ এবং পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে সরে আসা পরিষ্কারভাবে তার মানসিক অস্থিরতা এবং অপরিপক্কতাই প্রমাণ করে। যাহোক, কমেন্টার Mr. A R Sarker কী বুঝে বোকার মতো মন্তব্য করলেন ' এদের আবার ধর্ম কিসের' ঠিক বুঝা গেলনা। জনাব সরকার, আপনাকে কে বলেছে ওদেরটা কোনো ধর্ম নয়, শুধু আপনারটাই ধর্ম? এজাতীয় হাস্যকর মানসিকতা বাদ দেয়াই ভালো।

Enamul Kabir Sarker
৩ মে ২০২৪, শুক্রবার, ৮:২১ অপরাহ্ন

এদের আবার ধর্ম কিসের।

A R Sarker
৩ মে ২০২৪, শুক্রবার, ৬:০০ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status