ঢাকা, ১৫ মে ২০২৪, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

রিয়ালের জয়ে আলোচনায় তুর্কি টিনএজার গুলার

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, রবিবার
mzamin

প্রথমবার শুরুর একাদশে জায়গা পেলেন, প্রথম গোল পেলেন ২৯তম মিনিটে। পুরো ম্যাচ জুড়ে দেখালেন নিজের সামর্থ্য। আর্দা গুলারের দুর্দান্ত নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে রিয়াল বস কার্লো আনচেলোত্তি বলেন, পরের মৌসুমেও বার্নাব্যুতেই থাকছেন গুলার। শুক্রবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে শুক্রবার রেয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে জয় পায় রিয়াল। ম্যাচের প্রথমার্ধে করা গুলারের গোল শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। গত ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে লা লিগার এবারের মৌসুমের শিরোপা জয় অনেকটাই নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। কয়েকদিন পরই চ্যাম্পিয়ন্স লীগ সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়াই। এসব কারণে, এদিন একাদশে ৯টি পরিবর্তন আনেন আনচেলত্তি।  এই পরিবর্তনের পালাতেই সুযোগটা পান গুলার, আর সেটা দারুণভাবে কাজে লাগান এই ১৯ বছর বয়সী তুর্কি ফুটবলার।

বিজ্ঞাপন
গত জুলাইয়ে তুরস্কের ক্লাব ফেনারবাচে থেকে রিয়ালে পাড়ি জমান তিনি। কিন্তু স্বপ্নের ক্লাবে আসার পর থেকেই শুরু হয় দুঃস্বপ্নের। প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বেই গুরুতর চোটে মাঠের বাইরে ছিটকে পড়েন লম্বা সময়ের জন্য। এরপর মাঠে ফেরার পর আরও দুই দফায় পড়েন পেশির চোটে। সব মিলিয়ে এবারের মৌসুমে তাই লা লিগায় স্রেফ ছয়টি ম্যাচ খেলতে পারেন। এর মধ্যে শুরুর একাদশে প্রথম সুযোগ পেলেন শুক্রবারই। যদিও এর আগে যতটুকু সুযোগই পেয়েছেন কাজে লাগিয়েছেন। গত মার্চে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে গোল করেন একদম শেষ সময়ে। আর এবার তো সোসিয়েদাদের বিপক্ষে দলকে জেতালেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। স্প্যানিশ ফুটবলে গুঞ্জন ছিল নিয়মিত সুযোগ না পাওয়ায় মৌসুম শেষে রিয়াল ছাড়তে পারেন গুলার। তবে এদিনের পারফর্মেন্সের পর আনচেলোত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোথাও যাচ্ছেন না তিনি। আনচেলোত্তি ম্যাচ শেষে বলেন, ‘ভবিষ্যতে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠবে আর্দা (গুলার)। কোনো সংশয়ই নেই যে পরের মৌসুমে সে এখানেই থাকছে।’ আনচেলত্তি বলেন, ‘তার মান অসাধারণ। খুবই প্রতিভাবান, সহজাত ক্ষমতা তার আছে। কঠোর পরিশ্রমও করে চলেছে- ট্রেনিং খুব ভালোভাবে করছে। তবে মনে রাখতে হবে, সে এখনও তরুণ। আস্তে আস্তে সে স্কোয়াডে আরও বেশি সম্পৃক্ত হবে। প্রতি মিনিটে গোল করার হিসেবে সে সবচেয়ে এগিয়ে, এতটাই সহজাত প্রতিভা তার।’ গুলার বলেন, ‘সতীর্থদের অভিনন্দন জানাতে চাই (জয়ের জন্য) এবং কার্লো আনচেলোত্তিকে ধন্যবাদ দিতে চাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি খুবই খুশি যে আজকে গোল করেছি এবং দল জিতেছে। অবশ্যই এই ক্লাবে থাকতে পেরে আমি খুশি। শুধু শারীরিকভাবেই নয়, মানসিক উন্নতি নিয়েও কাজ করে চলেছি আমি। ধৈর্য ধরে অপেক্ষা করছি, মানসিকতার উন্নতি হচ্ছে।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status