ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

শুভর সেঞ্চুরিতে আশা বাঁচিয়ে রাখলো রূপগঞ্জ টাইগার্স

স্পোর্টস রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

ব্যাট হাতে অনবদ্য সেঞ্চুরি করলেন শামসুর রহমান শুভ। তাতে লড়াকু সংগ্রহ পায় রূপগঞ্জ টাইগার্স। এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে সিটি ক্লাবকে অল্পতেই গুটিয়ে দেয় তারা। আগেই অবনমন নিশ্চিত হওয়া সিটি ক্লাব হারলো শেষ ম্যাচেও। আর এই জয়ে প্রিমিয়ার লীগে টিকে থাকার আশা বেঁচে থাকলো রূপগঞ্জের। গতকাল বিকেএসপির ৩ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) রেলিগেশন ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ৬৭ রানে জিতেছে রূপগঞ্জ টাইগার্স। টস জিতে আগে ব্যাটিং করে ২৫৭ রান করে রূপগঞ্জ। ১১৫ বলে ১০১ রান করেন শুভ। জবাবে ৫৩ বল বাকি থাকতেই ১৭০ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব। 
আগামী ২৯শে এপ্রিল রেলিগেশন লীগের শেষ ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির মুখোমুখি হবে রূপগঞ্জ টাইগার্স। দুই দলেরই সমান ৬ পয়েন্ট।

বিজ্ঞাপন
রেলিগেশনে আগের ম্যাচে সিটি ক্লাবকে হারায় গাজী টায়ার্স। শেষ ম্যাচের জয়ী দল টিকে থাকবে প্রিমিয়ার লীগে আর হেরে যাওয়া দল নেমে যাবে দ্বিতীয় বিভাগে। অন্যদিকে প্রথম পর্বে দুই জয়ই এবার লীগের সম্বল সিটি ক্লাবের। তিন বছর পর আবার প্রথম বিভাগে খেলবে তারা। 
রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় সিটি ক্লাব। ৫৫ রানে ৬ হারিয়ে বিপর্যয়েও পড়ে তারা। সপ্তম উইকেটে ৫৩ রানের জুটি গড়েন খন্দকার মাহফুজুর রহমান ও মইনুল ইসলাম। নম্বরে নামা মইনুল খেলেন ৬৫ বলে ৫২ রানের ইনিংস। যদিও সেটা কেবল হারের ব্যবধানই কমায়।
এর আগে নিয়মিত উইকেট হারিয়ে ৯১ রানে ৫ উইকেটের দলে পরিণত হয় রুপগঞ্জ। তবে একপাশ আগলে রাখেন শামসুর রহমান শুভ। ষষ্ঠ উইকেটে সালমান হোসেনকে নিয়ে ১৩৩ বলে গড়েন ১৩০ রানের জুটি। হোসেন। ৪ চার ও ৩ ছক্কায় ৬৩ বলে ৫৯ রান করে আউট হন সালমান।  
অন্যদিকে ৭৫ বলে ফিফটি করা শুভ ৩৮ বলে করেন পরের পঞ্চাশ। সবমিলিয়ে তার ব্যাট থেকে আসে ৪ চার ও ৫ ছক্কায় ১১৫ বলে ১০১ রান। চলতি লীগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। প্রাথমিক পর্বে সিটি ক্লাবের বিপক্ষেই ১০৬ রান করেছিলেন তিনি। সব মিলিয়ে ষষ্ঠ সেঞ্চুরিতে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৫ হাজার রান পূর্ণ করেন ৩৫ বছর বয়সী ব্যাটার। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status