শেষের পাতা

করোনা শনাক্ত ৩ লাখ ৬০ হাজার ছাড়ালো

স্টাফ রিপোর্টার

২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ৯:২১ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ৫ হাজার ১৯৩ জনের মৃত্যু হলো। নতুন করে শনাক্ত হলো ১ হাজার ৪০৭ জন। এ পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩  লাখ ৬০ হাজার ৫৫৫ জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়,  দেশে গত ২৪ ঘণ্টায় ১০৬টি পরীক্ষা কেন্দ্রে নমুনা সংগ্রহ করা হয় ১১ হাজার ২৮৪টি। নমুনা পরীক্ষা করা হয় ১১ হাজার ৯২২টি। এখন পর্যন্ত ১৯ লাখ ২১ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮২ জন। এ পর্যন্ত সুস্থ ২ লাখ ৭২ হাজার ৭৩ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৮০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ৭৭ শতাংশ শনাক্ত হয়েছে। সুস্থতার হার হয়েছে ৭৫ দশমিক ৪৬ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৪ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২২ জন পুরুষ এবং ১০ জন নারী। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন ৪ হাজার ১৮ জন এবং নারী ১ হাজার ১৭৫ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩০ জন এবং বাসায় ২ জন।   বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি  ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহীতে ৩ জন এবং ময়মনসিংহে ১ জন।  গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২২৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৫ হাজার ৫১৮ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৩২ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৮০ হাজার ৯২৪ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮০ হাজার ৯২৪ জনকে।  প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ১ হাজার ৪৩ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ১ হাজার ২১৮ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৫৬৮ জন। মোট কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৭৯৫ জনকে। এখন কোয়ারেন্টিনে আছেন ৪৪ হাজার ২২৭ জন। ২৪ ঘণ্টায় ফোনকল এসেছে ৪৬ হাজার ৭৭০টি এবং  এ পর্যন্ত মোট কল সংখ্যা ২ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৮১৩টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status