শেষের পাতা

২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু শনাক্ত ১৩৮৩

স্টাফ রিপোর্টার

২৬ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ৯:০৮ পূর্বাহ্ন

 দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৩ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন। এখন পর্যন্ত মোট ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন শনাক্ত হলেন । গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এতে আরো জানানো হয়, দেশে ১০৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৫৯৩টি। পরীক্ষা করা হয় ১২ হাজার ৪৭৩টি। এখন পর্যন্ত ১৮ লাখ ৮৮ হাজার ১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩২ জন। এখন পর্যন্ত সুস্থ ২ লাখ ৬৭ হাজার ২৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক শূন্য ৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ৯০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৭ জন নারী। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ৩ হাজার ৯৪৯ জন এবং নারী ১ হাজার ১৪৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের উপরে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, রাজশাহী, খুলনা ও রংপুরে ১ জন করে। ২৪ ঘণ্টায় সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৯২০ জন। ছাড়া পেয়েছেন ২ হাজার ২২৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করেছেন ৫ লাখ ২৯ হাজার ২১৭ জন। আর ছাড়া পেয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৩৫৯ জন। এখন কোয়ারেন্টিনে আছেন ৪৪ হাজার ৮৫৮ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২২৬ জনকে। ছাড়া পেয়েছেন ৩০১ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮০ হাজার ২৮৫ জনকে। এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৬৪ হাজার ৩৭৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৫ হাজার ৯১১ জন। ২৪ ঘণ্টায় করোনা সংক্রান্ত ফোনকল এসেছে ৫১ হাজার ৮৯৪ এবং এ পর্যন্ত মোট কল এসেছে ২ কোটি ১০ লাখ ১৯ হাজার ২০২টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status