ভারত

আংশিক লকডাউন আর নয়, মুখ্যমন্ত্রীদের অনুরোধ মোদির

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১০:০৫ পূর্বাহ্ন

দেশের অর্থনীতি আবার সচল হতে আরম্ভ করেছে। এই সময় এক-দুদিনের লকডাউন ঘোষণা করে সেই ছন্দে আর বাধা আনবেন না। সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে সাতটি রাজ্য এই বৈঠকে হাজির ছিল সেগুলো হচ্ছে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব, দিল্লি ও গুজরাট। মোদি বলেন, এক-দুদিনের লকডাউনে করোনা নিয়ন্ত্রণের কোনও সুফল পাওয়া যায়না, কিন্তু অর্থনীতি ব্যহত হয়। এই কারণেই লকডাউন জারি করার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মোদি বৈঠকে জানান, ভারতের সাতশটি জেলার মধ্যে ষাটটিতে করোনা এখনো অতিমারির রূপে রয়েছে। এই ষাটটি জেলা আবার এই সাত রাজ্যে অবস্থিত। এই জেলাগুলোতে লকডাউন না করে মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরির ওপর তিনি গুরুত্ব দেন। মোদি বলেন, এই আনলক প্রক্রিয়া চলার সময় অর্থনীতিকে বিপন্ন করার অবকাশ নেই। তিনি মাস্ক ব্যবহার করার ওপর জোর দেন। বলেন, মাস্ককে জাতীয় চরিত্রের অন্তর্ভুক্ত করার কাজটা কঠিন কিন্তু অভ্যাসে পরিণত করা যেতেই পারে। তিনি মাস্কে জোর দেয়ার অনুরোধ জানান মুখ্যমন্ত্রীদের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status