বিনোদন

আলাপন

থিয়েটার আমাকে ভীষণ আনন্দ দেয় -হৃদি হক

এন আই বুলবুল

২৩ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৯:৪৯ পূর্বাহ্ন

অভিনেত্রী ও নির্দেশক হৃদি হক। লকডাউনের আগে তার প্রথম পরিচালিত ‘১৯৭১  সেইসব দিন’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেন। কিন্তু করোনাভাইরাসের কারণে তা বন্ধ হয়ে যায়। সম্প্রতি আবারো ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন তিনি। এরইমধ্যে শিল্পীদের অডিশন নিচ্ছেন। হৃদি হক বলেন, এই ছবিতে যুদ্ধের নয় মাসের গল্প থাকবে। অনেক চরিত্র দর্শক এখানে দেখবে। তাই শিল্পীর সংখ্যাও বেশি। তবে কোনো চরিত্রই কম গুরুত্বের নয়। এ কারণে খুব হিসেব করে শিল্পী নির্বাচন করতে হচ্ছে। ছবির শুটিং শুরুর পর সংবাদ সম্মেলন করে শিল্পীদের পরিচয় করিয়ে দিবো। তাহলে ছবির শুটিং কবে শুরু করছেন? হৃদি বলেন, আগামী মাসে ছবির শুটিং শুরুর পরিকল্পনা করছি। আগামী মাসে শুরু করতে না পারলে পিছিয়ে যাবো। আমি চাই সঠিক সময়ে ছবির কাজ শেষ করতে। এটি আমার অনেক দিনের স্বপ্নের কাজ। করোনাকালীন সময়ে সব কিছুর মতো থিয়েটারের কাজও বন্ধ আছে। থিয়েটারের সংকট ও সম্ভাবনাকে কীভাবে দেখেন? এই অভিনেত্রী-নিদের্শক বলেন. মার্চ মাসে ‘আকাশে ফুইটেছে ফুল’ শিরোনামের নতুন নাটক নিয়ে ব্যস্ত ছিলাম থিয়েটারে। কয়েকটি শো করেছি। সবার কাছে দারুণ প্রশংসা পেয়েছি। কিন্তু এখন এটি আবার কবে সচল হবে বলা যাচ্ছে না। আমি বিশ্বাস করি, থিয়েটারে আমাদের একটা ভালো অবস্থান আছে। ভাবনা ও প্রকাশের জায়গায় আমরা অনেক এগিয়ে, কিন্তু মঞ্চ সংকটের কারণে দর্শক তৈরি করতে পারছি না। তবে আমাদের দলগুলোর ছোটোখাটো কিছু সমস্যা আছে। পাশাপাশি কারিগরি অনেক সমস্যা আছে। এ পর্যায়ে নিজেকে কোথায় খুঁজে পান? উত্তরে তিনি বলেন, আমি যখন মঞ্চে থাকি বা মঞ্চে গিয়ে দাঁড়াই কিংবা মহড়া কক্ষে যখন যাই, তখন যে আনন্দ পাই এই আনন্দ আমি অন্য কিছুর সঙ্গে তুলনা করতে পারি না। থিয়েটার আমাকে ভীষণ আনন্দ দেয়। থিয়েটারের প্রতিটা মুহূর্তই আনন্দের। অভিনেতা লিটু আনামের সঙ্গে সুখী দাম্পত্য জীবন পার করছেন হৃদি। একটা সময় লিটুকে পর্দায় নিয়মিত দেখা যেত। কিন্তু এখন নেই কেন? এ প্রসঙ্গে হৃদি বলেন, সহধর্মীনির বাইরে আমি তার সহকর্মী। তাই দুই দিক থেকে আমি তাকে বলার সুযোগ রাখি। আমি তাকে কাজে ফেরার জন্যও বলি। সেও আবার ফিরবে। ভালো কোনো কিছু দিয়েই তার ফেরা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status