খেলা

আশা-নিরাশায় টাইগারদের অনুশীলন ‘মহড়া’

স্পোর্টস রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৯:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে? উত্তরটি এখনো ধোঁয়াশা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা মুখে তালা দিয়েছেন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) ওপরই নির্ভর করছে সবকিছু। তবে টাইগাররা বসে নেই। আশা-নিরাশায় চলছে তাদের অনুশীলন মহড়া। ২৭ সদস্যের দলের ১১ জন আইসোলেশনে। বাকি ১৬ জন কোচদের সঙ্গে ঘাম ঝরাচ্ছেন। গতকাল তৃতীয় দিনে সেই অনুশীলনে দেখা গেল ভিন্নতা। শুরুতে দলের সব কোচ ট্রেনার মিলে সারা মাঠ ছড়িয়ে-ছিটিয়ে মহড়ার মতো ফিল্ডিং করলেন। এরপর স্কিল ব্যাটিং শুরু হলো বোলার তাইজুল ইসলামকে নিয়ে। অপর প্রান্তে বোলিং করলেন মুশফিকুর রহীম। কিছুক্ষণের মধ্যে তাদের ব্যাটিং কোচের ভূমিকা নিলেন তামিম ইকবাল। তাসকিন আহমেদকে দেখিয়ে দিচ্ছিলেন ব্যাটিং কৌশল। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চললো তাদের হাসি-আনন্দের অনুশীলনের দারুণ এক প্রদর্শনী। দীর্ঘদিন পর একসঙ্গে এমন অনুশীলন দারুণ উপভোগ করছেন ক্রিকেটাররা। করোনা বিরতি ভেঙে তাদের মধ্যে যেন অন্যরকম স্বস্তি। যা ফুটে উঠলো তাসকিনের কণ্ঠে। তিনি বলেন, ‘আসলে খুব ভালো লাগছে। আল-হামদুলিল্লাহ, অনেক দিন পর একসঙ্গে ট্রেনিং করছি, একসঙ্গে ড্রেসিংরুম শেয়ার, টিম বাসে... সবাই ফ্যামিলির মতো। এমন শুরু করতে পেরে ভালো লাগছে।’
অনুশীলনে পেসার তাসকিনকে বেশ উদ্যমী দেখা গেল। একের পর এক ইনজুরি আর বাজে সময় কাটিয়ে জাতীয় দলে ফেরার তাড়না তার মাঝে। ফিটনেস থেকে শুরু করে বোলিং স্কিলে ধার দিয়েছেন তিনি। তাসকিন বলেন, ‘মাশাআল্লাহ আগের থেকে ভালো রিদম এসেছে। পেস ও সিম পজিশন নিয়ে কাজ করছি কোচদের সঙ্গে। আগের থেকে উন্নতি হয়েছে। আল্লাহ সুস্থ রাখলে রিদম আরো ভালো হবে। অ্যাকুরেসি, পেস, সিম পজিশন- এগুলো আরো ভালো হবে আশা করছি।’
দারুণ সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ক্রিকেটে আগমন হয়েছিল পেসার তাসকিনের। কিন্তু শুরু থেকেই ইনজুরি তার পিছু নেয়। ফর্ম ও ব্যক্তিগত বাজে সময় তো ছিলই। হঠাৎ যেন হারিয়ে যেতে বসেছিলেন। জাতীয় দলের হয়ে তার শেষ ও পঞ্চম টেস্ট ২০১৭ তে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেখান থেকে ফিরে বসেন বিয়ের পিঁড়িতে। ৩২ ওয়ানডে খেলা তাসকিনের শেষ ম্যাচটিও সেই সিরিজেই। তবে সবশেষ শ্রীলঙ্কা সফরে কলম্বোতে খেলেছিলেন ১৯তম টি-টোয়েন্টি ম্যাচ।
মাঝে সুযোগ এসেছিল গত বছর নিউজিল্যান্ড সফরে যাওয়ার। কিন্তু আবারো ইনজুরি তাকে ছিটকে ফেলে মাঠ থেকে। এবার নিজেকে নিয়ে বেশ আশাবাদী তাসকিন। তিনি বলেন, ‘আগের থেকে উন্নতি হয়েছে কিন্তু আসলে উন্নতির শেষ নেই। বিশ্বমানের হতে গেলে আরো পরিশ্রম করে যেতে হবে। সামনে আরো ভালো কিছু হবে আশা করছি। আমি আমার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো যেন ভবিষ্যতে আরো উন্নতি হয়।’
অনুশীলনে আনন্দের পাশাপাশি কঠিন সময়ও পার করছেন বলে মনে করেন তাসকিন। তিনি বলেন, ‘আজ (গতকাল) আমাদের সব বোলারের ব্যাটিং সেশন ছিল বলে ইনজয় করেছি। যদিও নেটে আমাদের বেশ সমস্যা হচ্ছিল। কিন্তু আসলে এসব চ্যালেঞ্জ নেয়া শিখতে হবে আমাদের। ব্যাটসম্যানদের সাপোর্ট দিতে হলে আমাদের ব্যাটিংয়ের উন্নতি করতেই হবে। আমরাও চেষ্টা করছি, আগের থেকে ভালোও হচ্ছে। আশা করি সামনে আমাদের টেল-এন্ডাররা আরো ভালো করবে।’
অন্যদিকে গতকাল তৃতীয় দফায় ক্রিকেটারদের কোভিড-১৯ নমুনা সংগ্রহ করা হয়েছে। যে ১১ জন এখনো আইসোলেশনে তাদের জন্য গতকালের টেস্টটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ তাদের রিপোর্ট নেগেটিভ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তাই সবাই মুখিয়ে আছেন আজকের রিপোর্টের আশায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status