বাংলারজমিন

কুলাউড়া হাসপাতালের দরপত্র নিয়ে নাটকীয়তা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

২৩ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৯:০৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালের ২০২০-২১ অর্থ বছরের রোগীর পথ্য সামগ্রী সরবরাহ, মনোহরি ও বিবিধ দ্রব্য সামগ্রী সরবরাহ এবং রোগীদের ময়লা কাপড় ধোলাইয়ের নিমিত্তে আহ্বানকৃত দরপত্রে অনিয়ম ও নাটকীয়তার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মৌলভীবাজার সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল হক কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ২০২০-২১ অর্থ বছরের রোগীর পথ্য সামগ্রী সরবরাহ, মনোহরী ও বিবিধ দ্রব্যসামগ্রী সরবরাহ এবং রোগীদের ময়লা কাপড় ধোলাইয়ের নিমিত্তে প্রকৃত ব্যবসায়ী বা ঠিকাদারের নিকট হতে দরপত্র আহ্বান করেন। গত ০৫ এপ্রিল এই দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমা দানের শেষ তারিখ ছিল গত ২৬শে আগস্ট। আহ্বানকৃত দরপত্র অনুসারে রোগীর পথ্য সামগ্রী সরবরাহের জন্য ৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা করে। নিয়ম অনুযায়ী সর্বনিম্ন দরদাতাকে নির্বাচিত না করে ৪র্থ সর্বনিম্ন (২য় সর্বোচ্চ) দরদাতা শিউলী এন্টারপ্রাইজকে কাজ প্রদানের জন্য নির্বাচিত করা  হয়। নাম প্রকাশ না করার শর্তে সর্বনিম্ন দরদাতারা জানান, কুলাউড়া হাসপাতাল থেকে দরপত্র জমাদানকারীদের কিছু না জানিয়ে গোপনে ঠিকাদার নির্বাচিত করে জেলায় প্রেরণ করা হয়। অভিযোগ করার ১৫ দিন অতিবাহিত হলেও সিভিল সার্জনের কার্যালয় থেকে কোনো কিছু জানানো হয়নি। তাছাড়া বিগত বছরগুলোতে নিয়মতান্ত্রিকভাবে সর্বনিম্ন দরদাতাকেই কাজ দেয়া হয়েছে। এছাড়া বিবিধ দ্রব্য সামগ্রী সরবরাহের জন্য ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং রোগীদের ময়লা কাপড় ধোলাইয়ের জন্য আহ্বানকৃত দরপত্রে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল হক জানান, এ নিয়ে ৫ সদস্যের একটি কমিটি রয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্তৃক ঘোষিত বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে যিনি দরপত্র জমা দিয়েছেন তিনিই কাজ পাবেন। এ ব্যাপারে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. তৌহিদ আহমদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগকারী মৌখিকভাবেও জানিয়েছেন। কুলাউড়া থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম নির্বাচন করে প্রস্তাব পাঠানো হয়েছে। তারপরও কাগজপত্র ও বিভিন্ন বিষয় বিবেচনা করে দেখবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status